পণ্যের প্রচারণায় অংশ নেবেন সাবিলা নূর

দেশের জনপ্রিয় অভিনয় তারকা সাবিলা নূর৷ একের পর এক হিট নাটক উপহার দিয়ে চলেছেন তিনি৷ যেমন তার চাহিদা তেমনি তার প্রশংসা চারদিকে। এ তারকা কাজ করছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বায়োপিকেও৷
এতসব ব্যস্ততার ফাঁকেই যুক্ত হলেন একটি প্রসাধনী পণ্যের ব্রান্ড এম্বাসেডর হিসেবে৷ ‘গ্লো অ্যান্ড লাভলী’ এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর নির্বাচিত হয়েছেন জনপ্রিয় এ তরুণ অভিনেত্রী। এখন থেকে বাংলাদেশে এ পণ্যটির বিজ্ঞাপন ও ব্র্যান্ড প্রচারণায় অংশ নেবেন সাবিলা নূর।
এ নতুন পরিচয় ও দায়িত্ব প্রসঙ্গে সাবিলা নূর বলেন, 'বাংলাদেশের সবচেয়ে বড় ও আইকনিক স্কিন কেয়ার ব্র্যান্ডের সাথে যুক্ত হতে পেরে আমি ভীষণ আনন্দিত ও সম্মানিত বোধ করছি। এই ব্র্যান্ডটি নারীর ভেতরে লুকিয়ে থাকা আভা প্রকাশে সাহায্য করে এবং তাদেরকে নিজের ত্বকের ব্যাপারে আত্মবিশ্বাসী করে তোলে।
এমন একটি ব্র্যান্ডের সাথে কাজ করতে পেরে আমি গর্বিত, যে ব্র্যান্ডটি নারীদের সামনে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে নিজেকে পরিবর্তনে সাহায্য করে এবং নারী ক্ষমতায়নের স্পষ্ট বার্তা দেয়।'
আরপি/ এসআই-১৬
আপনার মূল্যবান মতামত দিন: