রাজশাহী শনিবার, ৫ই এপ্রিল ২০২৫, ২৩শে চৈত্র ১৪৩১


স্কুল শিক্ষক তমা মির্জা


প্রকাশিত:
২৬ মার্চ ২০২১ ০৩:০১

আপডেট:
৫ এপ্রিল ২০২৫ ১৩:২৪

ছবি: সংগৃহীত

‘স্বপ্ন ঘুড়ি স্কুল’র শিক্ষিকা। বস্তির ছেলে-মেয়েদের শিক্ষা দিয়ে থাকেন তিনি। বড়লোক বাবার মেয়ে হয়েও স্কুলের শিক্ষকতা করছেন। এটিকে মেনে নিতে পারছেন না তার বাবা। এ নিয়ে বাবা-মেয়ের যুদ্ধও চলে।

প্রায় এক বছর পর এমন একটি চরিত্র দিয়ে ক্যামেরার সামনে দাঁড়ালেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী অভিনেত্রী তমা মির্জা।


এই অভিনেত্রী ওয়েব ফিল্ম ‘আনন্দী’র শুটিং নিয়ে এখন বেশ ব্যস্ত সময় পার করছেন। প্রযোজনা প্রতিষ্ঠান বেঙ্গল মাল্টিমিডিয়ার ব্যানারে নির্মিত হচ্ছে এটি। ২১ মার্চ থেকে ওয়েব ফিল্মটির দৃশ্য ধারণ শুরু হয়েছে।

সৈয়দ আশিক রহমান প্রযোজিত মাহমুদ হাসান শিকদারের শিশু পাচারের গল্পে ‘আনন্দী’ ওয়েব ফিল্মটি রচনা করেছেন সৈয়দ জিয়া উদ্দিন। মাসুদ মহিউদ্দিন ও মাহমুদ হাসান শিকদারের যৌথ পরিচালনায় এতে জুটি বেঁধেছেন রোশান ও তমা মির্জা।

তমা মির্জা বলেন, ‘প্রতিটি অভিনয়শিল্পীর পছন্দের কিছু গল্প থাকে, যা সে ধারণ করে। যে গল্প সমাজের খারাপ দিক পরিবর্তনে সহায়তা করে। আনন্দী ওয়েব ফিল্মটি তেমনি একটি গল্পে নির্মিত হচ্ছে। এখানে আমাকে একটি চ্যালেঞ্জিং চরিত্রে দেখবেন দর্শক।'

শিগগিরই আরও বেশ কিছু নতুন কাজের খবর নিয়ে হাজির হবেন বলে জানান তমা।

 

আরপি / আইএইচ



আপনার মূল্যবান মতামত দিন:

Top