রাজশাহী বৃহঃস্পতিবার, ২রা মে ২০২৪, ২০শে বৈশাখ ১৪৩১


সম্প্রীতির ইফতারে মুখর রাজশাহী কলেজ ক্যাম্পাস


প্রকাশিত:
১৬ মার্চ ২০২৪ ২১:৩৬

আপডেট:
২ মে ২০২৪ ০৬:৫৮

ছবি: রাজশাহী পোস্ট

রমজান মাসে ইফতারের সময় ভিন্ন রূপে দেখা যায় রাজশাহী কলেজ মাঠে। ইফতারের আগে কলেজ মাঠে গোল হয়ে বসা শুরু করেন শিক্ষার্থীরা। খবরের কাগজের ওপর কিংবা পাতলা থালায় বাইরে থেকে কিনে আনা ইফতার পরিবেশন করেন তারা। পরিবেশনের পর সবার অপেক্ষা মাগরিবের আজানের।

বিকেল বেলায় সরেজমিনে ঘুরে দেখা যায় রাজশাহী কলেজের হাজী মোহাম্মদ মহসিন ভবনের বারান্দা, রাষ্ট্রবিজ্ঞান ভবন মাঠ, কলেজ মাঠসহ ক্যাম্পাসের বিভিন্ন জায়গায় শিক্ষার্থীদের ইফতার করতে।

অধিকাংশ ইফতারের তালিকায় থাকে ছোলা, মুড়ি, খেজুর, পেঁয়াজু, বেগুনি, আলুর চপ, জিলাপি, শরবত ইত্যাদি। সঙ্গে হরেক রকমের ফলও। এখানে ইফতার করতে আসা অধিকাংশই কলেজের বিভিন্ন বিভাগ ও সংগঠনের শিক্ষার্থী।

প্রতিবছর পবিত্র রমজান মাসে ক্যাম্পাস বন্ধ থাকলেও করোনাকালীন শিক্ষাক্ষতি পুষিয়ে নিতে এবার চলছে ক্লাস। তাই এবার রোজা শেষে নিজ ক্যাম্পাসেই ইফতারটা সারছেন শিক্ষার্থীরা।

মুসলমান, হিন্দু, বৌদ্ধ,বা খ্রিস্টান সবাই বসে একসঙ্গে ইফতারে। বন্ধু-বান্ধবের মাঝে বর্ণ ভেদাভেদ দূর করে ইফতার এক অসাম্প্রদায়িক কলেজকে দিয়েছে পূর্ণতা। ইফতারকে কেন্দ্র করে ক্যাম্পাসের বিভিন্ন জায়গাতে জড়ো হয় বন্ধু-বান্ধব। বসে আড্ডার আসর, চলে বাহারি গল্প। মুহূর্তেই সেই গল্পে সবাই ভুলে যায় সারা দিনের রোজার ক্লান্তির কথা।

ব্যবস্থাপনা বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী মিতু বলেন, ক্যাম্পাসের মধ্যে উৎসবমুখর পরিবেশে সবাই ইফতার করা আসলেই অনেক সুন্দর ব্যাপার। হাদিসেও সবার একসাথে ইফতারের বিষয়টি গুরুত্বের সাথে বর্ণনা করা হয়েছে। এতে সবার মধ্যে মিল-মহব্বত সৃষ্টি হয়, আর রমজানের বরকতে সেটা দীর্ঘস্থায়ীও হয়।

ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী মাহফুজ বলেন, সারাদিনের কর্ম ব্যস্ততার পর প্রিয় বন্ধু ও সহপাঠীদের সাথে খোলা আকাশের নিচে ইফতারের আয়োজন আমার কাছে স্মৃতি বিজড়িত মুহুর্ত হইয়ে থাকবে আজীবন।

 

 

আরপি/এসআর



আপনার মূল্যবান মতামত দিন:

Top