রাজশাহী বৃহঃস্পতিবার, ৩রা এপ্রিল ২০২৫, ২১শে চৈত্র ১৪৩১


আদমদীঘিতে নবাগত ইউএনও’র যোগদান


প্রকাশিত:
২৪ সেপ্টেম্বর ২০২০ ২১:২৫

আপডেট:
৩ এপ্রিল ২০২৫ ০৭:৩৬

নবাগত ইউএনও সীমা শারমিন

বগুড়ার আদমদীঘি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এ.কে.এম আব্দুল্লাহ বিন রশিদ এর অন্যত্র বদলি হওয়ায় তার স্থলাবিশিষ্ট হিসেবে উপজেলা নির্বাহী অফিসারের (ইউএনও) দায়িত্বে সদ্য যোগদান করলেন সীমা শারমিন। তিনি গতকাল এই উপজেলায় যোগদান করেন। এর আগে তিনি কুষ্টিয়া জেলা প্রশাসকের কার্যালয়ে সিনিয়র সহকারি কমিশনার পদে কর্মরত ছিলেন।

চাকুরীতে পদোন্নতি হয়ে এই প্রথম ইউএনও হিসেবে এখানে যোগদান করলেন। নবাগত উপজেলা নির্বাহী অফিসারের যোগদানের পূর্বে বিদায়ী নির্বাহী অফিসার এ.কে.এম আব্দুল্লাহ বিন রশিদকে বিদায়ী সংবর্ধনা দেয়া হয়। বিদায়ী ও যোগদান অনুষ্ঠানে তাদের কে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

এ সময় উপস্থিত ছিলেন আদমদীঘি উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আলহাজ্ব সিরাজুল ইসলাম খান রাজু, সহকারী কমিশনার (ভূমি) মাহবুবা হক, উপজেলা ভাইস চেয়ারম্যান মাহমুদুর রহমান পিন্টু, মহিলা ভাইস চেয়ারম্যান সালমা বেগম চাঁপা খন্দকার, ইউপি চেয়ারম্যান খন্দকার সামছুল হক, এস.এম বেলাল হোসেন, আব্দুল হক আবুসহ উপজেলা পরিষদের সকল দপ্তরের কর্মকর্তাবৃন্দ।

 

আরপি/ িএমএএইচ



আপনার মূল্যবান মতামত দিন:

Top