রাজশাহী বৃহঃস্পতিবার, ৩রা এপ্রিল ২০২৫, ২১শে চৈত্র ১৪৩১


আদমদীঘিতে সোনালী ব্যাংক কর্মকর্তা করোনা আক্রান্ত


প্রকাশিত:
১৭ জুলাই ২০২০ ০৩:১৮

আপডেট:
৩ এপ্রিল ২০২৫ ০৭:৩৬

ছবি: প্রতীকী

বগুড়ার আদমদীঘি উপজেলা সদরের এক সোনালী ব্যাংক কর্মকর্তার শরীরে করোনা ভাইরাস সংক্রমণের তথ্য পাওয়া গেছে। গত বুধবার রাতে তার রিপোর্ট পজেটিভ আসায় বৃহস্পতিবার সকাল থেকে আদমদীঘি সোনালী ব্যাংক শাখার সকল প্রকার লেনদেন সীমিত ঘোষনা করে নোটিশ টাঙিয়ে দেয়া হয়। এ ঘটনায় ওই দিন ব্যাংকে আসা শত শত গ্রাহকরা বিড়ম্বনায় পড়েছেন। 

জানা যায়, সোনালী ব্যাংক আদমদীঘি শাখার অফিসার আব্দুল মতিন বেশ কিছুদিন ধরে হালকা জ্বর, সর্দি ও কাশিতে ভুগছিলেন। তার নমুনা সংগ্রহ করে বগুড়া টিএমএসএস ল্যাবে পাঠালে বুধবার রাতে তার করোনা ভাইরাস নমুনা পরীক্ষার ফলাফল পজিটিভ আসে। বর্তমানে তাকে নিজ বাড়িতে কোয়ারেন্টাইনে রেখে চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে।

এ ব্যাপারে আদমদীঘি সোনালী ব্যাংক শাখার শাখা ব্যবস্থাপক শাহাদাত সিরাজী জানান, ব্যাংকের এক অফিসারের করোনা ভাইরাস পজেটিভ আসায় আমরা ব্যাংকের লেনদেন কিছুটা সীমিত করেছি। তবে আগামী রোববার থেকে স্বাভাবিক ভাবে চলবে ব্যাংকের কার্যক্রম।

 

আরপি/আআ-০৪



আপনার মূল্যবান মতামত দিন:

Top