রাজশাহী মঙ্গলবার, ২৩শে এপ্রিল ২০২৪, ১১ই বৈশাখ ১৪৩১


সান্তাহারে ১৯ বোতল ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার


প্রকাশিত:
১১ জুলাই ২০২০ ২১:১০

আপডেট:
২৩ এপ্রিল ২০২৪ ১৯:৫৮

ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী হানিফ প্রামানিক (৬৫)

বগুড়ার আদমদীঘি উপজেলা থেকে ১৯ বোতল ভারতীয় ফেন্সিডিলসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী হানিফ প্রামানিককে (৬৫) গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (১০ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে তাকে সান্তাহার ইউনিয়নের পানলা গ্রাম থেকে আটক করা হয়। 

হানিফ প্রামানিক একাধিক মাদক মামলার আসামী। সে পানলা গ্রামের মৃত শুকুর আলীর ছেলে। 

জানা গেছে, মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাত সাড়ে ৮টায় সান্তাহার পুলিশ ফাঁড়ির পরিদর্শক আনিসুর রহমান, টিএসআই আব্দুল ওয়াদুদ ও এএসআই রোস্তম ফারুকের নেতৃত্বে সঙ্গীয় র্ফোস নিয়ে সান্তাহার ইউনিয়নের পানলা গ্রামে অভিযান চালায় পুলিশ। এসময় হানিফ প্রামানিকের দোকান ও বাড়িতে অভিযান চালিয়ে ১৯ বোতল ভারতীয় নিষিদ্ধি ফেন্সিডিলসহ তাকে গ্রেফতার করা হয়।

সান্তাহার পুলিশ ফাঁড়ির পরিদর্শক আনিছুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, হানিফ দীর্ঘদিন ধরে দোকানের পাশাপাশি মাদক বিক্রি করে আসছিলেন। ইতিপূর্বে হানিফের বিরুদ্ধে একাধিক মাদকের মামলা রয়েছে। শনিবার সকালে তাকে বগুড়া জেল হাজতে প্রেরণ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে অভিযান অব্যহত থাকবে বলে জানান এই পুলিশ কর্মকর্তা। 

আরপি/ এএন-১



আপনার মূল্যবান মতামত দিন:

Top