রাজশাহী বৃহঃস্পতিবার, ৩রা এপ্রিল ২০২৫, ২১শে চৈত্র ১৪৩১


আদমদীঘিতে আন্তঃজেলা ডাকাত দলের আরও এক সদস্য গ্রেফতার


প্রকাশিত:
৭ জুন ২০২০ ২৩:৪৪

আপডেট:
৩ এপ্রিল ২০২৫ ০৭:৪৪

ছবি: গ্রেফতারকৃত ডাকাত দলের সদস্যরা

বগুড়ার আদমদীঘিতে গ্রেফতাকৃত আন্তঃজেলা ডাকাত দলের দেয়া তথ্য মতে শনিবার রাতে আরোও এক ডাকাত সদস্যকে গ্রেফতার করেছে আদমদীঘি থানা পুলিশ। রবিবার দুপুরে ওই আন্তঃজেলা ডাকাত সদস্য কে বগুড়া জেল হাজতে পাঠিয়েছে থানা পুলিশ।

আদমদীঘি থানা পুলিশ সূত্রে জানা গেছে, বগুড়ার আদমদীঘি নশরতপুর রাস্তায় গত ৩১ মে দিবাগত রাতে আন্তঃজেলা ডাকাত সদস্যের একটি দল ডাকাতির প্রস্তুতি নেয়ার সময় গোপন সংবাদের ভিত্তিতে আদমদীঘি থানা পুলিশ অভিযান চালিয়ে আন্তঃজেলা ডাকাত সদস্য আদমদীঘির বিনাহালী গ্রামের মৃত ফুলবরের ছেলে মাসুদ রানা (২৮), বগুড়ার কাহালুর শিকলগুড় পশ্চিমপাড়ার রহিমের ছেলে রাজু প্রামানিক (২৪), দুপচাঁচিয়ার সাকিদার পাড়ার সেকেন্দারের ছেলে মামুনুর রশিদ (২১) কে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত ওই ডাকাত সদস্যদের দেয়া তথ্য মতে শনিবার রাতে অভিযান চালিয়ে উপজেলার বিনাহালী গ্রামের আবু খায়ের মন্ডলের ছেলে আন্তঃজেলা ডাকাত সদস্য আছলাম হোসেন (৪৩) নামের আরোও এক জনকে তার নিজ বাড়ী থেকে গ্রেফতার করে।

এ ব্যাপারে আদমদীঘি থানার অফিসার ইনর্চাজ জালাল উদ্দীন জানান গ্রেফতারকৃত আছলামের বিরুদ্ধে বিভিন্ন থানায় ডাকাতি, ছিনতাই সহ বেশ কয়েকটি মামলা রয়েছে।

 

আরপি/আআ-০৪



আপনার মূল্যবান মতামত দিন:

Top