রাজশাহী বৃহঃস্পতিবার, ৩রা এপ্রিল ২০২৫, ২১শে চৈত্র ১৪৩১


আদমদীঘিতে একদিনে চারজন করোনায় আক্রান্ত


প্রকাশিত:
২৯ মে ২০২০ ০৫:০৮

আপডেট:
৩ এপ্রিল ২০২৫ ০৭:৩৫

ছবি: প্রতীকী

বগুড়ার আদমদীঘিতে একদিনে এক নারীসহ চারজন করোনায় আক্রান্ত হয়েছেন। উপজেলা স্বাস্থ্য বিভাগ বৃহস্পতিবার সন্ধ্যায় আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে। এ নিয়ে উপজেলায় মোট করোনায় আক্রান্তর সংখ্যা গিয়ে ১১ জনে দাড়ালো। এদের মধ্যে চার জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।

আদমদীঘি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. শহীদুল্লাহ দেওয়ান জানান, আক্রান্ত নতুন চার জনের মধ্যে তিনজন চট্রগ্রাম ও একজন গাজিপুর থেকে বাড়িতে ঈদ করতে এসেছিলেন। চট্রগাম থেকে আসা তিন জন একই পরিবারের সদস্য।

এদের মধ্যে স্বামী (৩৮), স্ত্রী (৩৩) এবং তাদের ছেলে (১৮) রয়েছে। এই তিন জনের বাড়ি আদমদীঘির উপজেলার সান্তাহার ইউনিয়নের ঢেকড়া গ্রামে। অপর আক্রান্ত ব্যাক্তির (৩৮) বাড়ি উপজেলার কুন্দ্রগ্রাম গ্রামে। তিনি গাজিপুর থেকে এসেছিলেন। আক্রান্ত চারজন কে তাঁদের নিজ বাড়িতে কোয়ারান্টাইনে রাখা হয়েছে।

 

 

আরপি / এমবি



আপনার মূল্যবান মতামত দিন:

Top