রাজশাহী বৃহঃস্পতিবার, ২৮শে মার্চ ২০২৪, ১৫ই চৈত্র ১৪৩০


বগুড়ার

আদমদীঘিতে বোরো ধান সংগ্রহ শুরু


প্রকাশিত:
১২ মে ২০২০ ০৩:০৩

আপডেট:
২৮ মার্চ ২০২৪ ১৯:৩২

ধান সংগ্রহ শুরু

বগুড়ার আদমদীঘি উপজেলায় চলতি মৌসুমের বোরো ধান চাল সংগ্রহ ২০২০ ইং এর অভিযান শুরু হয়েছে। সোমবার দুপুরে উপজেলা খাদ্য গুদামে প্রধান অতিথি হিসাবে ফিতা কেটে এই বোরো সংগ্রহ অভিযানের শুভ উদ্বোধন করেন আদমদীঘি উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব সিরাজুল ইসলাম খান রাজু।

উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার এ.কে.এম আব্দুল্লাহ বিন রশিদ, উপজেলা কৃষি অফিসার মিঠু চন্দ্র অধিকারী, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক পরিতোষ কুমার কুন্ডু, সদর খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা আতিকুল ইসলাম, উপজেলা চালকল মালিক সমিতির সাধারণ সম্পাদক জহুরুল ইসলামসহ এলাকা থেকে আগত কৃষক ও গণমাধ্যম কর্মীরা।

এ ব্যাপারে আদমদীঘি উপজেলা খাদ্য নিয়ন্ত্রক পরিতোষ কুমার কুন্ডু জানান, চলতি মৌসুমে উপজেলায় সরকারি ভাবে বোরো ধান সংগ্রহ করা হবে ১ হাজার ৬২৫ মেঃটন ও চাল ১০ হাজার ৬৪৯ মেঃ টন।

 

 

আরপি / এমবি



আপনার মূল্যবান মতামত দিন:

Top