রাজশাহী শনিবার, ৪ঠা মে ২০২৪, ২২শে বৈশাখ ১৪৩১


বিনা কারণে রাস্তায় নামাদের রোদে বসিয়ে শাস্তি


প্রকাশিত:
২১ এপ্রিল ২০২০ ০২:৫১

আপডেট:
৪ মে ২০২৪ ২২:৩২

ছবি:সংগৃহিত

কোভিড নাইনটিনের সংক্রমণের এই সময়ে বগুড়ায় অযথা বাড়ির বাইরে বের হওয়া নাগরিকদের সোমবারও রোদে বসিয়ে ব্যতিক্রমী শাস্তি দিয়েছে পুলিশ। কোনো প্রয়োজন নেই, তারপরও বাড়ি থেকে বের হয়েছেন এমন প্রায় অর্ধশত ব্যক্তিকে রোদে বসিয়ে রেখে শাস্তি দেন পুলিশ সদস্যরা।

সকাল থেকেই শহরের প্রাণকেন্দ্র সাতমাথা ও বড়গোলা এলাকায় অভিযান শুরু করে পুলিশ। এসময় বিনাকাজে রাস্তায় নামা পথচারীদের রোদে বসিয়ে শাস্তি দেয়া হয়। পাশাপাশি অযথা মোটরবাইক নিয়ে রাস্তায় বের হওয়ায় প্রায় শতাধিক বাইকারদের বিরুদ্ধে দায়ের করা হয় মোটরযান আইনে মামলা।

ট্রাফিক পরিদর্শক রফিকুল ইসলাম সরকার জানান, সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত বগুড়া শহরে মোটরযান আইন অমান্যসহ বিনা প্রয়োজনে রাস্তায় ঘোরাঘুরি করায় ১২৭ জন বাইকারের বিরুদ্ধে মামলা।

 

আরপি/ এমবি



আপনার মূল্যবান মতামত দিন:

Top