রাজশাহী বুধবার, ৮ই মে ২০২৪, ২৫শে বৈশাখ ১৪৩১


সান্তাহারে দুর্বৃত্তের হামলায় সাংবাদিক মনসুর আলী আহত


প্রকাশিত:
২০ অক্টোবর ২০২৩ ০১:৫২

আপডেট:
৮ মে ২০২৪ ০০:৫৫

প্রতীকী ছবি

বগুড়ার আদমদীঘিতে সাংবাদিক মনসুর আলীর ওপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। বুধবার (১৮ আক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার সান্তাহার পৌর শহরের বাঁশহাটি এলাকায় ৬ জন দুর্বৃত্তরা তাঁর ওপর অতর্কিত হামলা চালিয়ে দেশীয় অস্ত্র (চাপাতি) দিয়ে শরীরের বিভিন্ন স্থানে জখম করে গুরুতর আহত করে।

তিনি দৈনিক ইনকিলাব পত্রিকার আদমদীঘি উপজেলা সংবাদদাতা ও সান্তাহার প্রেসক্লাবের সদস্য।

আরও পড়ুন: সারাদেশে ডেঙ্গু আক্রান্ত ৮ জনের মৃত্যু, নতুন ভর্তি ২৩৫০

আহত মনসুর আলীর সহকর্মী তোফায়েল হোসেন লিটন জানান, রাতে সান্তাহার নতুন বাজার থেকে পশু খাদ্য কিনে মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে বাঁশহাটি এলাকায় পৌঁছলে পিছন থেকে দুটি মোটরসাইকেলে ৬ জনের মতো দুর্বৃত্তরা হঠাৎ তাঁর সামনে এসে পথরোধ করে এলোপাতাড়ি ভাবে চাপাতি দিয়ে দুই হাতসহ শরীরের বিভিন্ন জায়গায় কুপিয়ে জখম করে।

তার চিৎকার শুনে স্থানীয়রা আহত অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। তার শরীরে ১৬টি সেলাই দেওয়া হয়েছে। তবে কী কারণে এবং কারা তার উপর হামলা করেছে তা তিনি বলতে পারেননি।

এ বিষয়ে সান্তাহার পুলিশ ফাঁড়ির পরিদর্শক আলমাস আলী সরকার বলেন, দুর্বৃত্তদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।

 

 

আরপি/এসআর-০৫


বিষয়: হামলা


আপনার মূল্যবান মতামত দিন:

Top