রাজশাহী রবিবার, ২৮শে এপ্রিল ২০২৪, ১৬ই বৈশাখ ১৪৩১


আদমদীঘিতে গ্রেনেড হামলা দিবসে স্মরণ সভা


প্রকাশিত:
২২ আগস্ট ২০২৩ ০১:২৯

আপডেট:
২৮ এপ্রিল ২০২৪ ১০:৩৮

ছবি: স্মরণ সভা

বিএনপি-জামাত জোট সরকার রাষ্টীয় যন্ত্রের সহায়তায় ২০০৪ সালের ২১ আগস্ট আওয়ামী লীগকে নেতৃত্বশূন্য করতেই বঙ্গবন্ধু এভিনিউ এর পিচ ঢালা রাজপথে দেশরত্ন শেখ হাসিনা সহ সকল নেতা-কর্মীকে হত্যা করতে গ্রেনেড হামলাচালিয়ে ছিল। সেই ভয়াবহ হামলায় আইভি রহমান সহ ২৪ জন নিহত এবং দুই শতাধিকের অধিক নেতা-কর্মী আহত হয়।

বর্বরচিত সেই হামলার প্রতিবাদে সোমবার (২১ আগস্ট) বিকেলে বগুড়ার আদমদীঘি উপজেলা যুবলীগের উদ্যোগে এক বিশাল শোক শোভাযাত্রা শেষে সান্তাহার স্বাধীনতা মঞ্চে এক স্মরণ সভা অনুষ্ঠিত হয়।

আরও পড়ুন: একদিনে ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, আক্রান্ত লক্ষাধিক

উপজেলা যুবলীগের সভাপতি শাহিনুর রহমান মুন্টির সভাপতিত্বে ও সাধারন সম্পাদক জিল্লুর রহমানের সঞ্চালনায় স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আ’লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান সিরাজুল ইসলাম খান রাজু।

সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা আ’লীগের সদস্য আশরাফুল ইসলাম মুন্টু, উপজেলা আ’লীগের সহ-সভাপতি আবু রেজা খান, যুগ্ম সম্পাদক সাজেদুল ইসলাম চম্পা, উপজেলা আওয়ামী লীগের সদস্য রোকনুজ্জামান রুকু, যুবলীগ নেতা জুয়েল আহম্মেদ, সিহাব হোসেন, ছাত্রলীগ নেতা রবিন, তনু প্রমূখ।

 

 

 

আরপি/এসআর-১৩



আপনার মূল্যবান মতামত দিন:

Top