রাজশাহী শুক্রবার, ২৯শে মার্চ ২০২৪, ১৬ই চৈত্র ১৪৩০


কিস্তির টাকা না পেয়ে নারীর আত্মহত্যা


প্রকাশিত:
২৯ মার্চ ২০২৩ ১০:৩৬

আপডেট:
২৯ মার্চ ২০২৪ ১৫:৫৯

প্রতীকী ছবি

বগুড়ায় কিস্তির টাকা না দিতে পারায় কিস্তি আদায়কারী অপমান করে। সেই অপমান সহ্য না করতে পেরে গ্যাস ট্যাবলেট (বিষাক্ত) সেবন করে শাহেনা বেগম নামে এক নারী আত্মহত্যা করেছেন।

নিহত নারী বগুড়া সদরের এরুলিয়া ইউনিয়নের শিকারপুর পূর্বপাড়া (পাথারবাড়ি) এলাকার মিনু মিয়ার স্ত্রী শাহেনা বেগম (৩০)।

জানা গেছে, মঙ্গলবার (২৮ মার্চ) শাহেনা বেগমের টিএমএমএস এনজিওর ১ হাজার ১০০ টাকার কিস্তি ছিল। কিস্তির ৫০০ টাকা দিতে ব্যর্থ হওয়ায় এনজিওর কালেকশন কর্মী অপমান করে।

ওই কালেকশন কর্মীর অপমান সহ্য না করতে পেরে সন্ধ্যায় গ্যাস ট্যাবলেট (বিষাক্ত) সেবন করে এবং সন্ধ্যায় তার মৃত্যু হয়।

স্থানীয়রা জানান, আজকে শাহেনার বাড়িতে কিস্তির লোক এসে বকাবকি করেছে। অপমান সহ্য না করতে পেরে শাহেনা গ্যাস ট্যাবলেট খেয়ে আত্মহত্যা করে।

এ বিষয়ে এরুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতিকুর রহমান আতিক বলেন, কিস্তির ৫০০ টাকা দিতে ব্যর্থ হওয়ায় কিস্তির কালেকশন কর্মী শাহেনাকে অপমান করে কথা বলে। অপমান সহ্য না করতে পেরে শাহেনা গ্যাস ট্যাবলেট সেবন করে আত্মহত্যা করে।

 

 

 

আরপি/এসআর



আপনার মূল্যবান মতামত দিন:

Top