রাজশাহী শনিবার, ২০শে এপ্রিল ২০২৪, ৮ই বৈশাখ ১৪৩১


আদমদীঘিতে বিষপানে কিশোরীর আত্মহত্যা


প্রকাশিত:
৬ মার্চ ২০২৩ ০৫:৩৬

আপডেট:
২০ এপ্রিল ২০২৪ ০৭:৪৪

প্রতীকী ছবি

বগুড়ার আদমদীঘিতে বিষাক্ত গ্যাস ট্যাবলেট সেবন করে জুথি (১২) নামরে এক কিশোরী আত্মহত্যা করেছে। শনিবার (৪ মার্চ) বিকেলে কোন একটি বিষয় নিয়ে বাবা মার সাথে কথা-কাটাকাটির জেরে তিনি আত্মহত্যা করেন 

এদিন রাতেই এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা হয়েছে। নিহত জুথি উপজেলার রামপুরা গ্রামের জুয়েলের মেয়ে।

স্থানীয়রা জানান, এদিন বিকেলে কোন একটি বিষয় নিয়ে বাবা মার সাথে কথা-কাটাকাটি হয় জুথির। পরে নিজ ঘরে সবার অজান্তে অভিমান করে বিষাক্ত গ্যাস ট্যাবলেট সেবন করে অসুস্থ হন। পরিবারের সদস্যরা বিষয়টি জানতে পেরে তাকে আশঙ্কাজনক অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। এ সময় তার অবস্থার অবনতি হলে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

এ বিষয়ে আদমদীঘি থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম রেজা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ব্যাপারে একটি ইউডি মামলা হয়েছে। পরে আইনি প্রক্রিয়া শেষে রোববার সকালে লাশটি তার পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।

 

 

আরপি/এসআর-১৫



আপনার মূল্যবান মতামত দিন:

Top