রাজশাহী শুক্রবার, ১৯শে এপ্রিল ২০২৪, ৬ই বৈশাখ ১৪৩১


আদমদীঘিতে আ’লীগের নির্বাচনী অফিসে আগুন


প্রকাশিত:
৩১ ডিসেম্বর ২০২১ ০৯:৪৬

আপডেট:
১৯ এপ্রিল ২০২৪ ০৪:০০

ছবি: আগুনে পুড়ে যাওয়া অফিস

বগুড়ার আদমদীঘি উপজেলার সদর ইউনিয়নের কদমা গ্রামের আওয়ামী লীগের নির্বাচনী অফিস ও এক ইউপি সদস্যর (মেম্বার) প্রার্থীর প্রচারণার অফিসে একই রাতে আগুন লাগার ঘটনা ঘটেছে। বুধবার রাত ৩ টার সময় আওয়ামীলীগের অফিসে ও তালা প্রতীকের এক ইউপি সদস্য (মেম্বার) প্রার্থী শহিদুল ইসলামের নির্বাচনী অফিসে আগুন লাগার ঘটনা ঘটে।

এতে করে এলাকাবাসীর মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে। উপজেলার কদমা গ্রামের ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি নজরুল ইসলাম বলেন, আনুমানিক রাত ৩ টার সময় ২টি অফিসে আগুন লাগার খবর পেয়ে স্থানীয়রা সবাই মিলে চেষ্টা করে আগুন নিভানো হয়।

ওই ওয়ার্ডের তালা প্রতীকের ইউপি সদস্য (মেম্বার) প্রার্থী ও বর্তমান ইউপি সদস্য শহিদুল ইসলাম বলেন, আমার নির্বাচনী অফিস এবং আওয়ামী লীগের নির্বাচনী অফিসে দুর্বৃত্তরা আগুন ধরিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় আমি আদমদীঘি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করি। 

এ বিষয়ে আদমদীঘি থানার ওসি জালাল উদ্দিন বলেন, আগুন লাগার ঘটনায় থানায় একটি অভিযোগ পাওয়া গেছে। অভিযোগের ভিত্তিতে তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য, আগামী ৫ জানুয়ারি পঞ্চম ধাপে আদমদীঘি উপজেলায় ইউপি নির্বাচন অনুষ্ঠিত হবে।

 

 

 

আরপি/এসআর-১০



আপনার মূল্যবান মতামত দিন:

Top