রাজশাহী বুধবার, ২৪শে এপ্রিল ২০২৪, ১২ই বৈশাখ ১৪৩১


সান্তাহারে মাদকবিরোধী অভিযানে ৬ জনের কারাদন্ড


প্রকাশিত:
২৮ ডিসেম্বর ২০২১ ০৮:৩৮

আপডেট:
২৪ এপ্রিল ২০২৪ ১৩:৩৩

ছবি: আটককৃত আসামীরা

বগুড়ার আদমদীঘি উপজেলার ছাতিয়ানগ্রাম ও ইউসুফপুর গ্রামে মাদক বিরোধী অভিযান চালিয়ে ৬ জন চোলাই মদ বিক্রেতা ও সেবনকারীকে আটক করা হয়েছে। সোমবার সকালে উপজেলা নির্বাহী অফিসার শ্রাবণী রায়ের নেতৃত্বে সান্তাহার মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের সদস্যরা অভিযান চালিয়ে তাদের আটক করে। 

তাৎক্ষনিকভাবে ভ্রাম্যমান আদালতের হাজির করলে ভ্রাম্যমান আদালতের হাকিম ও ইউএনও শ্রাবণী রায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ওই ৬ জনকে মাদক বিক্রেতা ও সেবীকে ২ দিনের করে বিনাশ্রম কারাদন্ড ও ১ শত টাকা করে জরিমানা আদায় করা হয়।

দন্ডপ্রাপ্তরা হলেন আদমদীঘি উপজেলার ইউসুফপুর গ্রামের উজ্জল পাহান (২৫), সুজন পাহান (২২), বিচিত্রা পাহান (৩৫), সৌখিন পাহান (২৮), সমরা পাহান (৫০) ও বিশ্বানাথ পাহান (৪২)।

সান্তাহার মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের পরিদর্শক নাজিম উদ্দিন জানান, দন্ডপ্রাপ্ত আসামীদের দুপুরে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে।

 

 

আরপি/এসআর-০৯



আপনার মূল্যবান মতামত দিন:

Top