ইউনিয়ন পরিষদ নির্বাচন
সান্তাহারে প্রচারণায় ব্যস্ত নারী চেয়ারম্যান প্রার্থী

বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার ইউনিয়নের আ.লীগ মনোনিত নৌকা প্রতিকের নারী চেয়ারম্যান প্রার্থী নাহিদ সুলতানা তৃপ্তি ইউনিয়নের ভোটারদের দ্বারে দ্বারে ভোট প্রার্থনা করছেন। প্রচার-প্রচারণার শুরু থেকে প্রার্থীরা ছুটে চলেছেন ইউনিয়নের বিভিন্ন গ্রামে গ্রামে।
আগামী ৫ জানুয়ারী অনুষ্ঠিত হবে আদমদীঘি উপজেলায় ৬টি ইউনিয়ন পরিষদ নির্বাচন। উক্ত নির্বাচনে সান্তাহার ইউনিয়নের নারী চেয়ারম্যান পদে সরকার দলীয় প্রার্থী নাহিদ সুলতানা তৃপ্তি সহ মোট ৫ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচনে ভোটারদের সমর্থন পেতে দিন রাত ছুটে চলেছেন প্রার্থীরা।
সরকার দলীয় প্রার্থী নাহিদ সুলতানা তৃপ্তি স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, সেচ্ছাসেবক লীগ সহ অংগ সংগঠনের নেতা-কর্মী ও সমর্থকদের নিয়ে গ্রামে গ্রামে ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে ভোট প্রার্থনা করছেন।
ইউনিয়নের সান্দিড়া গ্রামের উপজেলা মোড়ে ভোট প্রার্থনাকালে প্রার্থী নাহিদ সুলতানা তৃপ্তি বলেন, যে ভাবে নেতা-কর্মী আর সাধারন মানুষের সাড়া পেয়েছি তাতে আশা করছি বিজয় আমাদেরই। নৌকা মার্কার জয় এনে প্রাধানমন্ত্রীকে এই ইউনিয়ন উপহার দিতে চাই।
আরপি/এসআর-০৪
আপনার মূল্যবান মতামত দিন: