রাজশাহী বৃহঃস্পতিবার, ২৫শে এপ্রিল ২০২৪, ১৩ই বৈশাখ ১৪৩১


সান্তাহারে পকেটমারের সক্রিয় এক সদস্য গ্রেফতার


প্রকাশিত:
১১ নভেম্বর ২০২১ ২৩:১৪

আপডেট:
২৫ এপ্রিল ২০২৪ ০৬:০৩

ছবি: গ্রেফতারকৃত আসামী

বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার রেলওয়ে জংশন স্টেশন থেকে সংঘবদ্ধ পকেটমারের আরোও এক সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে রেল পুলিশ। বুধবার সন্ধ্যায় সান্তাহার রেলওয়ে থানা পুলিশের সদস্যরা তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত তুহিন ইসলাম (৩০) বগুড়া সদর থানার উত্তর চেলোপাড়া মহল্লার শহিদুল ইসলাম ছেলে।

রেলওয়ে থানার উপ-পরিদর্শক সাজ্জাদ হোসেন বলেন, বুধবার সন্ধ্যা সাড়ে ৬ টায় চিলাহাটি থেকে ছেড়ে আসা রাজশাহীগামী তিতুমীর এক্সপ্রেস ট্রেন সান্তাহার রেল স্টেশনে দাঁড়ায়। এ সময় কয়েকজন সদস্যের একটি পকেটমার চক্র ট্রেনটির দরজায় ভিড় করে সাধারণ যাত্রীদের পকেট মারার চেষ্টা করতে থাকে। সেখানে ওই পকেটমার চক্রটিকে ধরতে পূর্ব থেকেই রেলওয়ে পুলিশের সোর্স মোতায়েন করা হয়েছিল। এক পর্যায়ে ওই সোর্সের গোপন তথ্যানুযায়ী রেলওয়ে থানা একদল পুলিশ ট্রেনে উঠে সংঘবদ্ধ পকেটমার চক্রের এক সদস্যকে হাতেনাতে গ্রেফতার করে। আর বাকী সদস্যরা পুলিশের উপস্থিত টের পেয়ে পালিয়ে যায়।

এ বিষয়ে সান্তাহার রেলওয়ে থানার অফিসার ইনচার্জ ওসি সাকিউল আযম থানায় মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করে বলেন, তুহিন ইসলাম একজন সংঘবদ্ধ চোর ও পকেটমারের এক সক্রিয় সদস্য। গ্রেফতারকৃত ওই আসামীকে বৃহস্পতিবার সকালে বগুড়া আলাদলের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়।

 

 

আরপি/এসআর-০৮



আপনার মূল্যবান মতামত দিন:

Top