রাজশাহী মঙ্গলবার, ২৩শে এপ্রিল ২০২৪, ১১ই বৈশাখ ১৪৩১


সান্তাহারে যুব রেড ক্রিসেন্টের মৌলিক ও প্রাথমিক চিকিৎসা প্রশিক্ষণ সম্পন্ন


প্রকাশিত:
২ নভেম্বর ২০২১ ০৯:৫০

আপডেট:
২৩ এপ্রিল ২০২৪ ১২:২০

ফাইল ছবি

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি বগুড়া ইউনিটের আয়োজনে আদমদীঘি উপজেলা যুব রেড ক্রিসেন্টের সহযোগীতায় উপজেলার সান্তাহার বি.পি উচ্চ বিদ্যালয়ে স্বেচ্ছাসেবকদের অংশ গ্রহনে ৩ দিন ব্যাপী মৌলিক ও প্রাথমিক চিকিৎসা প্রশিক্ষণ সম্পন্ন হয়। 

সোমবার সমাপনী অধিবেশনে যুব রেড ক্রিসেন্ট আদমদীঘি উপজেলা দলের দলনেতা তানভীর গালিবের সঞ্চালনায় সান্তাহার বি.পি. উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক কামরুজ্জামান নান্নুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বি.পি. উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক পবিত্র কুমার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংবাদিক বুলবুল আহম্মেদ, যুব রেড ক্রিসেন্ট বগুড়া ইউনিটের বিভাগীয় প্রধান রায়হান খন্দকার, বগুড়া ইউনিটের যুব সদস্য মইনুল ইসলাম, অন্যন্যাদের মধ্যে উপস্থি ছিলেন, আসাদুল্লাহ আল গালিব, অন্তু দেবনাথ, হামিম, সিজন প্রমুখ। 

তিন দিন ব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠানে যুব রেড ক্রিসেন্টের আওতাধীন বি.পি. উচ্চ বিদ্যালয়ের ৪৫ জন শিক্ষার্থী এই প্রশিক্ষণে অংশ গ্রহন করে।

 

 

 

আরপি/এসআর-১৭



আপনার মূল্যবান মতামত দিন:

Top