রাজশাহী শুক্রবার, ২৯শে মার্চ ২০২৪, ১৬ই চৈত্র ১৪৩০


সান্তাহারে পকেটমার চক্রের সক্রিয় সদস্য গ্রেফতার


প্রকাশিত:
২ নভেম্বর ২০২১ ০২:১৮

আপডেট:
২৯ মার্চ ২০২৪ ১৪:২৪

ছবি: গ্রেফতারকৃত আসামী

বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার রেলওয়ে জংশন স্টেশন থেকে সংঘবদ্ধ পকেটমারের এক সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার দুপুরে সান্তাহার রেলওয়ে থানার পুলিশ সদস্যরা তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত শাহিন আলম (৩২) বগুড়া সদর থানার নাড়লী পশ্চিম পাড়া গ্রামের আমজাত ব্যাপারী ছেলে।

এ ব্যাপারে রেলওয়ে থানার উপ-পরিদর্শক সোলাইমান আলী বলেন, সোমবার দুপুরে সৈয়দপুর থেকে খুলনাগামী রুপসা আন্ত:নগর ট্রেন সান্তাহার রেল স্টেশনে দাঁড়ায়। এ সময় কয়েকজন সদস্যের একটি পকেটমার চক্র ট্রেনটির দরজায় ভিড় করে সাধারণ যাত্রীদের পকেট মারার চেষ্টা করতে থাকে। সেখানে ওই পকেটমার চক্রটিকে ধরতে পূর্ব থেকেই রেলওয়ে পুলিশের সোর্স মোতায়েন করা হয়েছিল। এক পর্যায়ে ওই সোর্সের গোপন তথ্যানুযায়ী রেলওয়ে থানা একদল পুলিশ দ্রত ট্রেনে উঠে সংঘবদ্ধ পকেটমার চক্রের এক সদস্যকে হাতেনাতে গ্রেফতার করে। আর বাকী সদস্যরা পুলিশের উপস্থিত টের পেয়ে পালিয়ে যায়।

এ ব্যাপারে সান্তাহার রেলওয়ে থানার একটি মামলা দায়ের করা হয়। গ্রেফতারকৃত ওই আসামীকে সোমবার বিকেলে বগুড়া আলাদলের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়।

 

 

 

আরপি/এসআর-১৩



আপনার মূল্যবান মতামত দিন:

Top