রাজশাহী শুক্রবার, ২৯শে মার্চ ২০২৪, ১৬ই চৈত্র ১৪৩০


সান্তাহার রেলওয়ে থানার আয়োজনে কমিউনিটি পুলিশিং ডে অনুষ্ঠিত


প্রকাশিত:
৩১ অক্টোবর ২০২১ ০৩:০৬

আপডেট:
২৯ মার্চ ২০২৪ ১১:৪৩

ছবি: আলোচনা সভা

“মুজিববর্ষে পুলিশ নীতি, জনসেবা আর সম্প্রীতি” এই শ্লোগান কে সামনে রেখে সারাদেশের ন্যায় কমিউনিটি পুলিশিং ডে ২০২১ উপলক্ষে বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার রেলওয়ে থানার আয়োজনে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

শনিবার বেলা ১১টায় সান্তাহার স্টেশনে প্লাটফর্ম থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে স্টেশনে প্লাটফর্মে বিভিন্ন প্লাটফর্ম প্রদিক্ষন শেষে একই স্থানে আলোচনা সভায় অনুষ্ঠিত হয়।

সান্তাহার রেলওয়ে থানা অফিসার ইনচার্জ ওসি সাকিউল আযমের সভাপতিত্বে অনুষ্ঠিত কমিউনিটি পুলিশিং ডে আলোচনা সভায় বক্তব্য রাখেন সান্তাহার রেলওয়ে মুক্তিযোদ্ধা কমান্ডের কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ, বগুড়া জেলা আওয়ামীলীগের সদস্য আশরাফুল ইসলাম মন্টু, সাংবাদিক খায়রুল ইসলাম, কাউন্সিলর আব্দুল কুদ্দুস, সান্তাহার রেলওয়ে নিরাপত্তার বাহিনীর পরিদর্শক নূর-এ নবী, সান্তাহার রেলওয়ে ট্রাফিক পরির্দশক হাবিবুর রহমান, উপ-পরিদর্শক সাজ্জাদ হোসেন প্রমুখ।

 

 

 

আরপি/এসআর-০৭



আপনার মূল্যবান মতামত দিন:

Top