আদমদীঘির রক্তদহ বিলে ভ্রাম্যমান আদালতের অভিযান

বগুড়ার আদমদীঘির রক্তদহ বিলে মৎস্য সংশ্লিষ্ঠ বিষয়ক ভ্রাম্যমান আদালত এক অভিযান চালিয়ে বিপুল পরিমান নিষিদ্ধ কারেন্ট জাল, চায়না ডুয়ারী নেট, ভাদাই নেট সহ বিভিন্ন প্রজাতির ছোট মাছ জব্দ করা হয়েছে। আদমদীঘি উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্টেট শ্রাবনী রায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে এই অভিযান পরিচালনা করেন। পরে জব্দকৃত জাল ও নেট গুলো আগুন লাগিয়ে পুড়িয়ে দেয়া হয়।
ভ্রাম্যমান আদালত সূত্রে জানা যায়, আদমদীঘির রক্তদহ বিলে নৌকা নিয়ে শুক্রবার রাত ৩টা থেকে ভোর ৬টা পর্যন্ত মৎস্য সংশ্লিষ্ঠ বিষয়ক অভিযান চালায়। অভিযান চালিয়ে বিলে ২০ হাজার মিটার কারেন্ট জাল, চায়না ডুয়ারী নেট, ভাদাই নেট ও কিছু ছোট মাছ জব্দ করা হয়। অভিযানের বিষয়টি টের পেয়ে দ্রুত জেলেরা বিল থেকে পালিয়ে যায়।
ভ্রাম্যমান অভিযানে উপজেলা সিনিয়র মৎস্য অফিসার সুজয় পাল, থানার উপ পরিদর্শক আবুল হাসনাত সহ মৎস্য অফিসের ক্ষেত্র সহকারী কাঞ্চন হাওয়ালদার উপস্থিত ছিলেন। পরে শুক্রবার সকাল ৭ টার দিকে বিল পাড়েই ভ্রাম্যমান আদালতে জব্দকৃত কারেন্ট জাল, চায়না ডুয়ারী নেট ও ভাদাই নেট আগুন লাগিয়ে পুড়িয়ে দেয়া হয়।
আরপি/এসআর-০৩
বিষয়: ভ্রাম্যমান আদালত আদমদীঘি
আপনার মূল্যবান মতামত দিন: