সান্তাহারে গাঁজাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার

বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার পৌর শহরে ১৫০ গ্রাম গাঁজাসহ আল-আমিন (২৬) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে টাউন ফাঁড়ির পুলিশ সদস্যরা। বুধবার রাত ৯টায় সান্তাহার পৌরসভাস্থ মহিলা কলেজের গেটের গেটের সামনে রাস্তার উপর থেকে ১৫০ গ্রাম গাঁজাসহ তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আল-আমিন বগুড়া সদর থানার চাঁদপুর পূর্বপাড়া গ্রামের আবু বক্কর সিদ্দিকের ছেলে। মাদক বিরোধী অভিযানে সান্তাহার টাউন পুলিশ ফাঁড়ির পরিদর্শক আরিফুল ইসলামের নেতৃত্বে উপ-পরিদর্শক আনহার হোসেন, এএসআই রুস্তম ফারুক সহ সঙ্গীয় ফোর্স নিয়ে এই অভিযান পরিচালনা করেন।
সান্তাহার পুলিশ ফাঁড়ির পরিদর্শক আরিফুল ইসলাম বলেন, আল-আমিন র্দীঘদিন ধরে বগুড়া থেকে এসে সান্তাহারে মাদক বিক্রয় করে করছিলেন। বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে মাদক বিরোধী অভিযান চালিয়ে ১৫০ গ্রাম গাঁজাসহ তাকে গ্রেফতার করা হয়। বৃহস্পতিবার সকালে তার বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করে বগুড়া আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
আরপি/এসআর-১১
আপনার মূল্যবান মতামত দিন: