রাজশাহী শুক্রবার, ২৯শে মার্চ ২০২৪, ১৬ই চৈত্র ১৪৩০


সান্তাহার জংশন পরিদর্শনে পশ্চিম রেলওয়ের জেনারেল ম্যানেজার


প্রকাশিত:
৬ অক্টোবর ২০২১ ২১:১২

আপডেট:
৬ অক্টোবর ২০২১ ২১:১৩

ছবি: পরিদর্শন

মুজিব শতবর্ষ উপলক্ষে সারাদেশের ন্যায় বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার জংশন স্টেশনের আধুনিককরণ কাজসহ অন্যান্য রিমডেলিং কাজ করার উদ্যোগ গ্রহন করেছে বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ। এসব কাজের অগ্রগতি ও পর্যবেক্ষণের জন্য বুধবার সকাল ১০ টায় সান্তাহার জংশন স্টেশন পরিদর্শন করেন বাংলাদেশ রেলওয়ের পশ্চিমাঞ্চলের জেনারেল ম্যানেজার মিহির কান্তি গুহ।

এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন চীফ অপারেটিং সুপারিটেনডেন্ট মহিদুল ইসলাম, চীফ কমার্শিয়াল ম্যানেজার আহসান উল্লা ভূঁইয়া, চীফ সিগন্যাল এন্ড ট্র্যাফ মিজানুর রহমান, পাকশী বিভাগীয় রেলওয়ে ম্যানেজার শহিদুল ইসলাম, বিভাগীয় বানিজ্যিক কর্মকর্তা নাসির উদ্দিন, সান্তাহার স্টেশন মাষ্টার রেজাউল করিম ডালিম প্রমুখ।

পরিদর্শনকালে রেলওয়ের পশ্চিমাঞ্চলের জেনারেল ম্যানেজার মিহির কান্তি গুহ বলেন, মুজিব শতবর্ষ উপলক্ষে সারাদেশের বিভিন্ন স্টেশনে আধুনিককরণের কাজ করছে বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ। এরই ধারাবাহিকতায় সান্তাহার জংশন স্টেশনেও কাজ হবে।

 

 

আরপি/এসআর-০৬



আপনার মূল্যবান মতামত দিন:

Top