রাজশাহী বৃহঃস্পতিবার, ২৫শে এপ্রিল ২০২৪, ১৩ই বৈশাখ ১৪৩১


সান্তাহার ইউনিয়ন যুবলীগে সমাজ খান সভাপতি, আব্দুল হাই সম্পাদক


প্রকাশিত:
২৫ সেপ্টেম্বর ২০২১ ২২:২৯

আপডেট:
২৫ এপ্রিল ২০২৪ ০৮:২৪

ছবি: ত্রি-বার্ষিক সম্মেলন

বগুড়া জেলা যুবলীগের সভাপতি শুভাশিষ পোদ্দার লিটন বলেছেন, বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিন রাত কাজ করে যাচ্ছেন। শেখ হাসিনার নের্তৃত্বে দেশ আজ উন্নয়নের দিকে এগিয়ে যাচেছ। আজ বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নের্তৃত্বে সারা দেশে সমহারে উন্নয়ন চলছে। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে যুবলীগ নেতা-কর্মীদের অগ্রনী ভুমিকা রাখতে হবে। তিনি আরোও বলেন, ডিজিটাল বাংলাদেশের কর্ণধার শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা মার্কার প্রার্থীকে বিজয়ী করতে কর্মী বান্ধবের মতো যুবলীগ নেতা-কর্মীদের মাঠে কাজ করতে হবে।

শুক্রবার রাতে বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার ইউনিয়ন ছাতনী স্কুল মাঠে ইউনিয়ন যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা গুলো বলেন। সম্মেলনে উপজেলা যুবলীগের সভাপতি শাহিনুর রহমান মন্টি অনুষ্ঠানের উদ্ধোধনী বক্তব্য রাখেন। সান্তাহার ইউনিয়ন যুবলীগের আহবায়ক সমাজ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বগুড়া জেলা যুবলীগের সাধারন সম্পাদক আনিমুল ইসলাম ডাবলু।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান সিরাজুল ইসলাম খান রাজু, সাধারন সম্পাদক এ্যাডভোকেট শেখ কুদরত-ই-এলাহী কাজল, জেলা আঃ লীগের সদস্য আশরাফুল ইসলাম মন্টু, উপজেলা আঃ লীগের সহ-সভাপতি আবু রেজা খান, যুগ্ম সম্পাদক সাজেদুল ইসলাম চম্পা, উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক জিল্লুর রহমান।

অন্যন্যাদের মধ্যে বক্তব্য রাখেন সান্তাহার ইউনিয়ন আঃ লীগের সভাপতি জাহাঙ্গীর আলম খান, আদমদীঘি উপজেলা যুবলীগের নেতা সিহাব হোসেন, গুলজার মৃধা প্রমূখ। আলোচনা শেষে সভাপতি পদে সমাজ খানকে বিনা প্রতিদন্ধিতায় আর সাধারন সম্পদক পদে একাধিক প্রার্থী থাকায় প্রতিটি ওয়ার্ডের সভাপতি/সাধারন সম্পাদকের ভোটের মাধ্যমে আব্দুল হাই সিদ্দিক কে সাধারন সম্পাদক নিবার্চিত করেন। কমিটির অন্যন্যরা সদস্যরা হলেন সহ-সভাপতি পদে রবিউল ইসলাম রবি, জুয়েল হোসেন, যুগ্ন সাধারন সম্পাদক কাজী রায়হান ইসলাম রানা, সাংগঠনিক সম্পাদক আতিকুর রহমান রিপন, সহ-সাংগঠনিক মাহামুদ হোসেন।

 

 

আরপি/এসআর-১৭



আপনার মূল্যবান মতামত দিন:

Top