সান্তাহারে বিএনপি নেতার মাগফেরাত কামনায় শোক সভা

বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার পৌর বিএনপির যুগ্ম আহবায়ক মরহুম শেখ রফিকুল ইসলাম রফিকের রুহের মাগফেরাত কামনায় শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বেলা ১১টায় সান্তাহার পৌর বিএনপির উদ্যোগে বাজার ঈদগাহ মাঠে সান্তাহার পৌর বিএনপির আহবায়ক আলহাজ্ব মজিবর রহমানের সভাপতিত্বে শোক সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বগুড়া জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ফজলুল বারী তালুকদার বেলাল।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহবায়ক আনোয়ার ইসলাম তালুকদার রতন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব আব্দুল মহিত তালুকদার, পৌর বিএনপির সাবেক সভাপতি ফিরোজ মো: কামরুল হাসান, সাবেক সাধারণ সম্পাদক ও পৌর মেয়র তোফাজ্জল হোসেন ভুট্টু, অন্যন্যাদের মধ্যে বক্তব্য রাখেন, বিএনপির নেতা মনছুর আলী, গুড্ডু এহসান, ইকবাল হোসেন, সান্তাহার পৌর যুবদলের আহবায়ক ওয়াহেদুল ইসলাম ওয়াহেদ, সিনিয়র যুগ্ম আহবায়ক মাহফুজুর রহমান লিটন, যুবদল নেতা ফেরদৌস রহমান, স্বপন, সবুজ, আলম, জুয়েল, রুবেল, রাশেদ, নরেশ, পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মানিক হোসেন, সদস্য সচিব সাব্বির আহম্মেদ লিয়ন, ছাত্রদল নেতা ছনি, বিপ্লব, দিপু প্রমূখ।
আরপি/এসআর-০৪
আপনার মূল্যবান মতামত দিন: