আদমদীঘিতে মাস্ক না পরায় ও খাবার মূল্য তালিকা না টাঙানোয় ভ্রাম্যমান আদালতে জরিমানা

করোনা ভাইরাস সংক্রমনে স্বাস্থ্যবিধি লঙ্ঘন করে মাস্ক না পড়া আর খাবার হোটেলে মূল্য তালিকা না টাঙানোর অপরাধে বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার পৌর শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ২ জনের ৭ শ টাকা, বিসমিল্লাহ হোটেলের ৪ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত।
বুধবার বিকেল ৩টায় আদমদীঘি উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট শ্রাবণী রায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে এই জরিমানা আদায় করেন।
ভ্রাম্যমান আদালত সূত্রে জানা যায়, ভ্রাম্যমান আদালতের টিম নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে করোনা ভাইরাস সংক্রমনে স্বাস্থ্যবিধি লঙ্ঘন করে মাস্ক না পড়া আর খাবার হোটেলে মূল্য তালিকা না টাঙানোর কারনে বুধবার বিকেলে ৩টায় উপজেলার সান্তাহার পৌর শহরের জান্নাত বস্ত্রালয়ে মেহেদী মন্ডল (২৭) এর ২শত টাকা, বেহেস্তী বস্ত্রালয় ইসমাইল (৮৭) এর ৫শত টাকা ও বিসমিল্লাহ হোটেলের মিঠু (৩৫) এর ৪ হাজারসহ মোট ৪ হাজার ৭ শত টাকা জরিমানা আদায় করেন। এছাড়া সকল নাগরিককে সরকারি স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ ও মাস্ক বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার শ্রাবণী রায়।
আরপি/এসআর-১১
বিষয়: ভ্রাম্যমান আদালত আদমদীঘি
আপনার মূল্যবান মতামত দিন: