রাজশাহী বৃহঃস্পতিবার, ৩রা এপ্রিল ২০২৫, ২১শে চৈত্র ১৪৩১


সান্তাহারে স্ত্রী ও ৩ সন্তানের সন্ধান চেয়ে থানায় অভিযোগ দায়ের


প্রকাশিত:
১ সেপ্টেম্বর ২০২১ ০০:৫৭

আপডেট:
৩ এপ্রিল ২০২৫ ০৭:৪০

ফাইল ছবি

বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার পৌর শহরের মালশন গ্রামের আলতাফ হোসেনের স্ত্রী ও তার ৩ সন্তান ২০ দিন ধরে নিখোঁজ রয়েছেন । তাদের সন্ধান চেয়ে আদমদীঘি থানায় একটি অভিযোগ দায়ের করেছে।

অভিযোগ সুত্রে জানা গেছে, গত ১২ আগষ্ট বৃহস্পতিবার আলতাফ হোসেন ব্যবসার কাজে বাড়ি থেকে হয়ে যায়। কাজ শেষে বাড়িতে ফিরে দেখে তার স্ত্রীসহ ৩ সন্তান বাড়িতে নেই। তারপর থেকে তিনি তার আত্নীয়-স্বজনের বাড়িসহ বিভিন্ন জায়গায় খোঁজাখুজি করেও কোন সন্ধান না পেয়ে আদমদীঘি থানা অভিযোগ দায়ের করেন। আলতাফ হোসেন দীর্ঘ ১৮ বছর আগে মুসলিম শরীয়ত মোতাবেক রেজি: কাবিন মুলে ফরিদপুর জেলার নগরকান্দা উপজেলার নাগারদিয়া গ্রামের মৃত-ইচহক মোল্লার মেয়েকে বিয়ে করে। বিয়ের করার পর থেকে তাদের সংসার জীবন বেশ ভালো কাটছিল। তাদের সংসার জীবনে একটি মেয়ে ও দুইটি ছেলে রয়েছে।

এ ব্যাপারে আলতাফ হোসেন বলেন, কি কারনে বাড়ি থেকে চলে গেছেন তা আমার জানা নেই। আর কোথায় গেছে তাও জানি না। তবে আমি তাদের সন্ধান চাই। যদি কেহ কোন খবর পেয়ে থাকেন তাহলে আমাকে জানাবেন। আমি তাদের কে বাড়িতে নিয়ে আসবো আর সুখে সংসার করতে চাই।

 

 

 

 

আরপি/এসআর-১১



আপনার মূল্যবান মতামত দিন:

Top