আদমদীঘিতে ৮ শ গ্রাম গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

বগুড়ার আদমদীঘি উপজেলার কড়ই সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠ থেকে ৮ শত গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী আঞ্জুয়ারা বেগমকে গ্রেপ্তার করেছেন থানা পুলিশ। এ ঘটনায় এস আই ফরহাদ সরকার বাদী হয়ে থানায় মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করেছেন।
পুলিশ সুত্রে জানা গেছে, আদমদীঘির কড়ই সরদার পাড়ার আনোয়ার হোসেনের স্ত্রী মাদক ব্যবসায়ী আঞ্জুয়ারা বেগম (৪৫) মাদকদ্রব্য বেচাকেনা করছে। এমন গোপন সংবাদে আদমদীঘি থানা পুলিশ মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে কড়ই সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠ থেকে ৮ শত গ্রাম গাঁজা উদ্ধার সহ তার আঞ্জুয়ারা বেগমকে গ্রেপ্তার করে। এ সময় তার ছেলে মাদক ব্যবসায়ী আতোয়ার হোসেন পালিয়ে যায়।
এ ব্যাপারে এস আই ফরহাদ সরকার বলেন, ৮ শত গ্রাম গাঁজা উদ্ধারসহ মাদক ব্যবসায়ীকে আঞ্জুয়ারাকে গ্রেপ্তার করা হয়েছে তার ছেলে পুলিশের উপস্থিতির টের পেয়ে পালিয়ে যায়। তিনি আরোও বলেন, এ ঘটনায় মা ও ছেলে দুইজনের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে।
আরপি/এসআর-১৪
বিষয়: আদমদীঘি নারী মাদক ব্যবসায়ী
আপনার মূল্যবান মতামত দিন: