আদমদীঘিতে ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

বগুড়া আদমদীঘিতে ২৫০০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ মালা বেগম নামে এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার সান্তাহার পৌর শহরের চা-বাগান এলাকা থেকে এই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার হয়। মালা উপজেলার সান্তাহার পৌর শহরের চা-বাগান মহল্লার বেলাল হোসেনের স্ত্রী।
এ ঘটনায় মাদকদ্রব্য আইনে আদমদীঘি থানায় একটি মামলা দায়ের হয়েছে। অভিযানের নেতৃত্বে দেন সান্তাহার টাউন পুলিশ ফাঁড়ির পরিদর্শক আরিফুল ইসলাম, উপ-পরিদর্শক আব্দুল ওয়াদুল ও এএসআই রুস্তম ফারুক, এটিএসআই কবির হোসেনসহ সঙ্গীয় ফোর্স এই অভিযান পরিচালনা করেন।
সান্তাহার টাউন পুলিশ ফাঁড়ির পরিদর্শক আরিফুল ইসলাম, গোপন সংবাদের ভিত্তিতে চা-বাগান এলাকার মালা বেগমের (৪৫) বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় ওই বাড়ি থেকে বিভিন্ন জায়গায় লুকানো ২৫০০পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। তিনি আরোও জানান, এই বাড়ি থেকে দীর্ঘ দিন থেকে মাদক ব্যবসা করে আসছেন।
আরপি/এস
আপনার মূল্যবান মতামত দিন: