রাজশাহী বৃহঃস্পতিবার, ২৮শে মার্চ ২০২৪, ১৫ই চৈত্র ১৪৩০


আদমদীঘিতে পুলিশী অভিযানে ১১ জুয়ারী গ্রেফতার


প্রকাশিত:
২২ জুন ২০২১ ০০:৫৭

আপডেট:
২৮ মার্চ ২০২৪ ২০:০৯

ছবি: গ্রেপ্তারকৃত ১১ জুয়ারী

বগুড়ার আদমদীঘিতে জুয়া খেলার সময় জুয়ার আসর থেকে পুলিশের অভিযানে ১১ জুয়ারীকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় জুয়া খেলার সরঞ্জামাদি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে।

জানা যায়, আদমদীঘি থানার এস আই ফজলুল হক রোববার রাতে উপজেলার করজবাড়ী গ্রামের সাদ্দাম হোসেনের বাড়ীতে তাসের জুয়ার আসর বসেছে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে জুয়া খেলার সামগ্রীসহ ১১ জনকে গ্রেফতার করে।

গ্রেপ্তারকৃতরা হলেন, উপজেলার করজবাড়ী গ্রামের ইউসুফ আলীর ছেলে সাদ্দাম হোসেন (২৬), শাহাদত হোসেনের ছেলে তামিম (২৮), আফসার আলীর ছেলে শায়ার আলী (৩৫), বেলায়েত রহমানের ছেলে পিন্টু (৩০), তমেজ প্রামানিকের ছেলে এখলাছ (৪৫), মোখলেস হোসেনের ছেলে উজ্জল (২৮), মকবুল হোসেনের ছেলে গোলাম মোস্তফা (৪২), আব্দুল কুদ্দুসের ছেলে স্বপন (২০), রমজান আলীর ছেলে দেলোয়ার (৪৮), ইয়ামিন আলীর ছেলে আনোয়ার (৩৮), ইউসুফ আলীর ছেলে মুকুল হোসেন (৪০)।

আদমদীঘি থানার অফিসার ইনচার্জ জালাল উদ্দিন বলেন, জুয়া খেলায় গ্রেফতারকৃত ১১জনের বিরুদ্ধে মামলা এবং আসামীদের বগুড়া আদালতে প্রেরণের বিষটি নিশ্চিত করেন।

 

আরপি/এসআর-১৫



আপনার মূল্যবান মতামত দিন:

Top