বগুড়ায় মাদকসহ আটক ২

বগুড়ার আদমদীঘির ছাতিয়ানগ্রাম থেকে ২৭ পিচ নেশা জাতীয় ইনজেকশানসহ (এ্যাম্পল) দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছেন থানা পুলিশ। এ ব্যাপারে এসআই প্রদিপ কুমার বর্মন বাদী হয়ে থানায় মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করেন। আটককৃতরা হলেন, হারুনুর রশিদ ও সুমিদুল ইসলাম।
পুলিশ সুত্রে জানা গেছে, আদমদীঘির ছাতিয়ানগ্রামের মাদক ব্যবসায়ী কারবুলের ছেলে হারুনুর রশিদ (৩৪) ও বাদেশ আলীর ছেলে সুমিদুল ইসলাম গত শনিবার রাতে মাদক বিক্রি করার জন্য বহনের সময় গোপন সংবাদে থানা পুলিশ ছাতিয়ানগ্রাম আসামীদের বাড়ীর সামনে অভিযান চালিয়ে রাস্তার উপর থেকে ২৭ পিচ নেশা জাতীয় ইনজেকশান উদ্ধারসহ হারুনুর রশিদ ও সুমিদুল ইসলামকে আটক করে। এসময় আরও এক মাদক ব্যবসায়ী পালিয়ে যায়।
এ ঘটনায় ৩ জনের বিরুদ্ধে আদমদীঘি থানায় মামলা দায়ের হয়। আদমদীঘি থানার ওসি জালাল উদ্দিন বলেন, থানায় মামলা দায়ে ও দুই মাদক ব্যবসায়ীকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।
আরপি /এসআর-০৬
আপনার মূল্যবান মতামত দিন: