রাজশাহী সোমবার, ৬ই মে ২০২৪, ২৩শে বৈশাখ ১৪৩১

চারঘাটেও করোনা ভ্যাকসিন প্রয়োগ শুরু, প্রথম দিন নিলেন ২০ জন


প্রকাশিত:
৮ ফেব্রুয়ারি ২০২১ ০২:৩৫

আপডেট:
৬ মে ২০২৪ ০৩:২৬

করোনা ভ্যাকসিন প্রয়োগ

চারঘাটে করোনা ভ্যাকসিন কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। প্রথম দিনে সরদহ সরকারী কলেজের সাবেক অধ্যক্ষ সাহাবুদ্দিন সরকার, পরিবার পরিকল্পনা কর্মকর্তা মীর রফিকুল ইসলাম ও স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার নার্স চারজনসহ সর্বমোট ২০ জনকে টিকা প্রদান করা হয়েছে।

রোববার সকালে চারঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উপস্থিত থেকে টিকা প্রদান কার্যক্রমের উদ্বোধন করেন চারঘাট উপজেলা চেয়ারম্যান ফকরুল ইসলাম ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দা সামিরা।

এসময় উপস্থিত ছিলেন চারঘাট উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আশিকুর রহমান, আবাসিক মেডিকেল অফিসার শহীদুল ইসলাম রবিন, করোনা ফোকাল পারসন ডা. শংকর কুমার, মেডিকেল অফিসার আতিকুল হক প্রমুখ।

চারঘাট উপজেলায় এ পর্যন্ত করোনা ভ্যাকসিন নিতে ৩৫২ জন রেজিষ্টেশন করেছেন। প্রথম দিনে ৫০ জনকে ভ্যাকসিন প্রদান টার্গেট থাকলেও ২০ জনকে করোনা ভ্যাকসিন টিকা প্রদান করা হয়েছে।

চারঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দা সামিরা বলেন, চারঘাটে মোট ১৪ হাজার ৩৪০ ডোজ করোনা ভ্যাকসিন বরাদ্দ এসেছে। পর্যায়ক্রমে আরো আসবে। রেজিষ্ট্রেশন কার্যক্রম অব্যাহত রয়েছে।

 

আরপি / এমবি-৬



আপনার মূল্যবান মতামত দিন:

Top