রাজশাহী রবিবার, ২৭শে এপ্রিল ২০২৫, ১৫ই বৈশাখ ১৪৩২

রাজশাহীতে প্রথম টিকা নিলেন এমপি বাদশা


প্রকাশিত:
৭ ফেব্রুয়ারি ২০২১ ১৯:২৮

আপডেট:
২৭ এপ্রিল ২০২৫ ১৬:৫৭

ফাইল ছবি

 

রাজশাহী সদর আসনের সাংসদ ফজলে হোসেন বাদশার টিকাদানের মধ্য দিয়ে রাজশাহীতে করোনার টিকাদান কার্যক্রম শুরু হয়েছে। রোববার সকাল ১০ টা থেকে রাজশাহীর ১১টি কেন্দ্রে টিকাদান কার্যক্রম শুরু হয়। এরপর পর্যায়ক্রমে টিকা নেন রাজশাহীর জেলা প্রশাসক আব্দুল জলিল, হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী, সিভিল সার্জন কাইয়ুম তালুকদারসহ হাসপাতালের চিকিৎসক, নার্সসহ সরকারের বিভিন্নস্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা-কর্মচারীরা।

 

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল ও পুলিশ লাইন হাসপাতালসহ প্রতিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একটি করে টিকাদান কেন্দ্র রয়েছে। প্রতিটি কেন্দ্রেই টিকাদান কার্যক্রম শুরু হয়েছে। রাজশাহীতে প্রথম পর্যায়ে ১ লাখ ৮০ হাজার ডোজ করোনার ভ্যাকসিন পৌঁছেছে। এখন পর্যন্ত করোনার ভ্যাকসিন নিতে নিবন্ধন করেছেন সাড়ে ৭ হাজার । তবে ১১ টা পর্যন্ত কেন্দ্রে কোনো সাধারণ মানুষকে টিকা নিতে আসতে দেখা যায়নি।

 

আরপি / আইএইচ-০২

 



আপনার মূল্যবান মতামত দিন:

Top