চারঘাটে পৌঁছেছে করোনা ভ্যাকসিন, উদ্বোধন রোববার

রাজশাহীর চারঘাটে করোনা ভ্যাকসিনের ১৪ হাজার ৩৪০ ডোজ পৌঁছেছে। শুক্রবার সকালে ভ্যাকসিনগুলো চারঘাটে এসে পৌঁছায়। বিষয়টি নিশ্চিত করেছেন চারঘাট উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আশিকুর রহমান। রোববার (৭ ফেব্রুয়ারি) থেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শুরু হবে টিকা প্রদান কার্যক্রম।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আশিকুর রহমান জানান, উপজেলায় ভ্যাকসিন এসেছে। আগামী ৭ ফেব্রুয়ারি একযোগে সারাদেশের সাথে চারঘাটেও উদ্বোধন করা হবে।
আমাদের স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য কর্মকর্তা ও কর্মচারীদের মধ্যে প্রায় ২৫ জনের নাম নিবন্ধন করা হয়েছে। যা উদ্বোধনের দিনে তাদের শরীরে করোনার টিকা প্রয়োগ করা হবে। এছাড়াও টিকা গ্রহণের জন্য বিভিন্ন মাধ্যমে প্রচার-প্রচারনা চালানো হবে। এই পর্যন্ত সারাদেশে প্রায় ৭০ হাজার মানুষ করোনা টিকা গ্রহনের জন্য রেজিস্ট্রেশন করেছেন।
আরপি / এমবি-৫
আপনার মূল্যবান মতামত দিন: