সাবেক এমপি তাজুলের মৃত্যুবার্ষিকীতে কবর জিয়ারত করলেন রাসিক মেয়র লিটন
-2021-01-31-19-58-20.jpg)
রাজশাহী-৫ (পুঠিয়া-দূর্গাপুর) আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক জেলা আওয়ামী লীগ সভাপতি তাজুল ইসলাম মোহাম্মদ ফারুকের ২য় মৃত্যুবার্ষিকীতে তাঁর কবর জিয়ারত করেছেন রাজশাহী মহানগর আওয়ামী লীগ সভাপতি ও সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন। রবিবার জেলার দূর্গাপুর উপজেলার আমগাছি এলাকায় মরহুমের কবর জিয়ারত করেন মেয়র ।
এ সময় মরহুমের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। কবর জিয়ারতে পূর্বে মরহুম তাজুল ইসলামের পরিবারের সদস্যদের সাথে সাক্ষাৎ করেন ও সার্বিক খোঁজখবর নেন সিটি মেয়র। এ সময় উপস্থিত স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
আরপি / এমবি-১০
আপনার মূল্যবান মতামত দিন: