রাজশাহী মঙ্গলবার, ২৯শে এপ্রিল ২০২৫, ১৭ই বৈশাখ ১৪৩২

রাজশাহীতে কবরস্থানে মিললো দুটি কলস, অতপর...


প্রকাশিত:
১৯ নভেম্বর ২০২০ ০২:২৬

আপডেট:
২৯ এপ্রিল ২০২৫ ০৬:৪৪

গুপ্তধনের খোঁজে কলসের ভেতর হাতড়াচ্ছেন এলাকাবাসী

রাজশাহী মহানগরীর কাঁঠালবাড়িয়া এলাকায় ‘রাধার ভিটা’ নামের একটি কবরস্থানে দুটি কলস পাওয়া যায়। এর মধ্যে একটি কলস বড়, অন্যটি ছিল ছোট।
কলস দুটি পাওয়ার পর ভেতরে ‘গুপ্তধন’ আছে ভেবে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। তবে ভেতরে মাটি ছাড়া আর কিছুই পাওয়া যায়নি।

কাশিয়াডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মাসুদ পারভেজ জানান, আজ বুধবার পবার হড়গ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ লোকজন নিয়ে কবরস্থানের সংষ্কার কাজ করছিলেন। তখন মাটির নিচে কলস দুটি পাওয়া যায়। এ সময় চেয়ারম্যান পুলিশে খবর দেন।
এরপর পুলিশ ঘটনাস্থলে যায়। এলাকার প্রায় ৫০০ থেকে ৭০০ নারী-পুরুষ কলস দুটি দেখতে ভিড় জমান। সবার উপস্থিতিতেই ভেতর থেকে মাটি বের করা হয়। কিন্তু ভেতরে কোন গুপ্তধন পাওয়া যায়নি। শুধু মাটিই পাওয়া গেছে। কলস দুটিও পোড়া মাটির তৈরি ছিল।

ওসি জানান, মাটি বের করার সময় বড় কলসটি ভেঙে গেছে। আর ছোটটি আগে থেকেই ভাঙা ছিল। ধারণা করা হচ্ছে কলস দুটি অনেক পুরনো। মাটির নিচে চাপা পড়ে ছিল।

 

আরপি/এসকে



আপনার মূল্যবান মতামত দিন:

Top