রাজশাহী বৃহঃস্পতিবার, ৩রা এপ্রিল ২০২৫, ২১শে চৈত্র ১৪৩১

রাজশাহীতে ব্যবসায়ীর লাশ উদ্ধার

রাজশাহীতে নির্মাণাধীন বাড়ি থেকে ব্যবসায়ীর লাশ উদ্ধার


প্রকাশিত:
২১ আগস্ট ২০১৯ ০৯:০৮

আপডেট:
৩ এপ্রিল ২০২৫ ১৬:০৫

 

 রাজশাহী মহানগরের হড়গ্রাম এলাকার নির্মাণাধীন একটি বাড়ি থেকে লালু মিয়া (৪০) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

কাশিয়াডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর আলী জানান, সন্ধ্যার দিকে স্থানীয়দের মাধ্যমে জানা যায় হড়গ্রামের একটি নির্মাণাধীন বাড়ির মধ্যে এক ব্যক্তির মরদেহ পড়ে আছে। ঘটনাস্থলে গিয়ে মরদেহের শরীরে কোথাও কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। মৃত্যুর কারণ নিশ্চিত করে বলা যাচ্ছে না।

স্থানীয় ব্যক্তি এবং পুলিশের বক্তব্য থেকে জানা যায়, লালু মিয়া মাদকাসক্ত ছিলেন। নেশা করার সময় তার মৃত্যু হয়ে থাকতে পারে।
  
নেশায় তেমন আসক্ত ছিলেন  না বলে জানিয়েছে লালুর পরিবার। মৃত্যু হতে পারে তেমন কোনো নেশায় তিনি আসক্ত ছিলেন না। আমরা তেমন কোন নেশা তাকে করতে দেখি নি।

লালুর পরবিার আরো জানায়, লালু কাঁচামাল ব্যবসা করত। কখোনো এলাকার ফুটপাত ও রেললাইনের পাশে লেবু, শসা, কাঁচামরিচ, নারকেলসহ বিভিন্ন কাঁচামাল বিক্রি করত। তার এমন মৃত্যুতে আমরা পথে বসে গেলাম।

লালুর মৃতদেহ ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। 

মামলার বিষয়ে জানতে চাওয়া হলে পুলিশ জানায়, আপাতত অপমৃত্যুর (ইউডি) মামলা হবে। ময়নাতদন্তে অন্য কিছু পাওয়া গেলে পরবর্তীতে সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।



আপনার মূল্যবান মতামত দিন:

Top