পদোন্নতি পাওয়া তিন কর্মকর্তাকে ব্যাজ পরিয়ে দিলেন আরএমপি কমিশনার

পদোন্নতি পাওয়া তিন কর্মকর্তাকে র্যাংক ব্যাজ পরিয়ে দিয়েছেন রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) কমিশনার আবু কালাম সিদ্দিক। মঙ্গলবার সকালে নিজের দপ্তরে তিনি এই ব্যাজ পরিয়ে দেন।
পদোন্নতি পাওয়া কর্মকর্তারা হলেন- আরএমপির সহকারী পুলিশ কমিশনার হাফিজুল ইসলাম, আজিজুল হক সরকার ও শেখ লেলিন আলমগীর। তাঁরা অতিরিক্ত পুলিশ সুপার পদে পদোন্নতি পেয়েছেন।
র্যাংক ব্যাজ পরানোর সময় পুলিশ কমিশনার তাঁদের অভিনন্দন জানান। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন) সুজায়েত ইসলাম, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন) মজিদ আলী প্রমুখ।
আরপি/এসআর-১৪
বিষয়: আরএমপি আবু কালাম সিদ্দিক
আপনার মূল্যবান মতামত দিন: