রাজশাহী রবিবার, ২৭শে এপ্রিল ২০২৫, ১৪ই বৈশাখ ১৪৩২

রাজশাহীতে পানিতে ডুবে জেলের মৃত্যু


প্রকাশিত:
২৭ ফেব্রুয়ারি ২০২১ ১৬:৫৯

আপডেট:
২৭ এপ্রিল ২০২৫ ০২:০১

প্রতিকী ছবি

রাজশাহীর চারঘাটে পানিতে ডুবে এক জেলের মৃত্যু হয়েছে। নিহত ওই জেলের নাম আবু তালেব মিঠু (৪৫)। তিনি চারঘাট উপজেলার ইউসুফপুর এলাকার স্থায়ী বাসিন্দা আবু বাক্কারের ছেলে। গত শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে পুকুরে ডুব দিয়ে তিনি আর উঠে আসেন নি। 

স্থানীয়রা বলছেন, গত শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে মাছ ধরতে গিয়ে পুকুরে ডুব দেন আবু বাক্কার। কিন্তু ডুব দেওয়ার পর তিনি আর উঠে আসেন নি। পরের দিন আজ শনিবার সকাল সাড়ে ৮ টার দিকে লাশ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। 

এ ব্যাপোরে জানতে চাইলে রাজশাহী ফায়ার সার্ভিসের ডুবুরি লিডার নূরুন নবী বিষয়টি নিশ্চিত করে বলেন, মরদেহ উদ্ধার করা হয়েছে।

আরপি / এমবি-৬



আপনার মূল্যবান মতামত দিন:

Top