রাজশাহী সোমবার, ১২ই জানুয়ারী ২০২৬, ৩০শে পৌষ ১৪৩২

মহানগর ছাত্রলীগের সম্মেলন শুরু, রাজশাহী কলেজ চত্বরে ছাত্র-জনতার ঢল


প্রকাশিত:
২৪ ফেব্রুয়ারি ২০২১ ১৭:২৫

আপডেট:
১২ জানুয়ারী ২০২৬ ১২:১৩

রাজশাহী মহানগর ছাত্রলীগের বার্ষিক সম্মেলনের প্রথম অধিবেশন শুরু হয়েছে। রাজশাহী কলেজের শহীদ মিনার চত্বরে শুরু হওয়া এই সম্মেলনে মহানগর ছাত্রলীগের হাজার হাজার নেতাকর্মী কলেজ চত্বরে সমাবেশ হ হয়েছে।

শীর্ষ দুই পদ প্রত্যাশী নেতাদের সমর্থকদের মুহুর্মুহু স্লোগানে প্রকম্পিত হচ্ছে দেশের শ্রেষ্ঠ বিদ্যাপীঠ রাজশাহী কলেজ চত্বর।

সম্মেলনের উদ্বোধন হিসেবে উপস্থিত আছেন বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি আল নাহিয়ান খান জয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র ও নগর আওয়ামী লীগের সভাপতি এএইচএম খায়রুজ্জামান লিটন।

নগর ছাত্রলীগের সভাপতি রকি কুমার ঘোষ এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাহমুদ হাসান রাজিব এর সঞ্চালনায় সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার।

সম্মেলনের প্রধান বক্তা হিসেবে উপস্থিত আছেন বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য।

এছাড়া সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত আছেন রাজশাহী মহানগর ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ডাক্তার আনিকা ফারিহা জামান অর্ণা প্রমুখ।

উল্লেখ্য, ২০১৪ সালের ১০ সেপ্টম্বর কুমার ঘোষকে সভাপতি এবং মাহমুদ হাসান রাজিবকে সাধারণ সম্পাদক করে 161 সদস্যবিশিষ্ট রাজশাহী মহানগর ছাত্রলীগের কমিটি ঘোষণা করে কেন্দ্রীয় ছাত্রলীগ। দীর্ঘ 6 বছর পর আজ অনুষ্ঠিত হচ্ছে রাজশাহী মহানগর ছাত্রলীগের কাঙ্ক্ষিত সেই সম্মেলন।

 আরপি/ এআর


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:

Top