শহিদ দিবসে জেলা প্রশাসনের বিভিন্ন কর্মসূচি

শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপনের লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে রাজশাহী জেলা প্রশাসন । ২১ ফেব্রয়ারি রাত ১২.০১ মিনিটে জেলা প্রশাসনের কার্যালয় চত্বরে অবস্থিত শহিদ মিনারে পুস্পস্তবক অর্পণের মাধ্যমে দিবসের শুভ সূচনা করা হবে বলে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।
ওই বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, সুর্যোদয়ের সাথে সাথে সকল সরকারি, আধাসরকারি, বেসরকারি, স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠানের ভবন ও শিক্ষা প্রতিষ্ঠানসমূহে জাতীয় পতাকা অর্ধনমিতভাবে উত্তোলন করা হবে।
নগরের বিভিন্ন সড়ক দ্বীপসমূহ ও অন্যান্য গুরুত্বপূর্ণ স্থানে বাংলা বর্ণমালা সম্বলিত ফেস্টুন দ্বারা সজ্জ্বিত করবে জেলা প্রশাসন। সেদিন সকাল ১১ টায় শিশু একাডেমিতে শিশুদের চিত্রাঙ্কন, রচনা, আবৃত্তি ও দেশাত্মবোধক সংগীত প্রতিযোগিতার আয়োজন করবে জেলা প্রশাসন। ভাষা শহিদদের রুহের মাগফেরাত কামনা করে মসজিদে বাদ যোহর এবং অন্যান্য উপাসনালয়ে বিশেষ প্রার্থনা করা হবে।
দিবসটিকে ঘিরে বিকেল ৩ টায় শিল্পকলা একাডেমিতে ‘জাতীয় জীবনে একুশের চেতনা’ শীর্ষক আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হবে। সন্ধ্যায় মহানগরীর গুরুত্বপূর্ণ স্থানে ভ্রাম্যমান চলচ্চিত্র প্রদর্শন করা হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
আরপি / এমবি-১৫
আপনার মূল্যবান মতামত দিন: