রাজশাহীতে বিজ্ঞান উৎসব অনুষ্ঠিত

রাজশাহী নগরীতে বিজ্ঞান উৎসব অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ৯ টায় বিজ্ঞান চিন্তার আয়োজনে রাজশাহী কলেজ মিলোনায়তনে প্রথম আলো, বন্ধু সভার সহযোগিতায় এ উৎসব অনুষ্ঠিত হয়। উৎসবে অংশ নেয় মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিকের ক্ষুদে বিজ্ঞানীরা।
এসময় বিজ্ঞান চিন্তার সহ-সম্পাদক আব্দুল গাফফারের পরিচালনায় বিজ্ঞান উৎসব পরিদর্শন করেন, ঢাকা বিশ^বিদ্যালয়ের তাত্তিক পদার্থ বিজ্ঞান বিভাগের প্রফেসর আরসাদ মোমেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের অধ্যাপক মাহফুজুর রহমান, রুয়েটের আর্কিটেকচার বিভাগের প্রফেসর ইকবাল মোতিন, রাজশাহী ন্যাপ ক্লাবের সভাপতি মাসুদ রানা ও বিজ্ঞান চিন্তার নির্বাহী সম্পাদক আবুল বাসার প্রমুখ।
এসময় রাজাশাহী আঞ্চলের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় ত্রিশটি দল প্রজেক্টটে অংশ গ্রহন করেন। এসময় শিক্ষার্থীরা নিজ নিজ প্রদর্শনী প্রজেক্টরের মাধ্যমে পরিবেশন করেন।
আরপি/এআর
বিষয়: রাজশাহী বিজ্ঞান উৎসব
আপনার মূল্যবান মতামত দিন: