গরুর মাংসে আল্লাহু লেখা!
-25-08-22-2022-08-25-19-12-14.jpg)
নাটোরের গুরুদাসপুরে গরুর মাংসের দুই টুকরোতে আল্লাহু লেখা ভেসে উঠেছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার বিয়াঘাট ইউনিয়নের বিলহরিবাড়ী এলাকায় শামীম হোসেনের বাড়িতে এ ঘটনা ঘটে।
এ খবর ছড়িয়ে পড়লে ওই এলাকার শত শত উৎসুক জনতা আল্লাহু লেখা মাংসগুলো একনজর দেখার জন্য ভিড় করে।
গৃহকর্মী জাকিয়া বেগম জানান, তার স্বামী বেশ কিছুদিন যাবৎ প্রবাশ থেকে দেশে ফিরেছেন। আমি একজন গৃহকর্মী। আমাদের সংসারে একটি কন্যা সন্তান রয়েছে। সপ্তাহ খানেক আগে স্থানীয় বাজার থেকে গরুর মাংস ক্রয় করে নিয়ে এসেছিলেন আমার স্বামী। বাসায় ফ্রিজে রাখা ছিলো। বৃহস্পতিবার দুপুরে আমি ফ্রিজ থেকে মাংস বের করে রান্না করছিলাম। রান্না করার সময় দুই টুকরা মাংসে আল্লাহু লেখা ভেসে উঠে। বিষয়টি তাৎক্ষনিক আমি আশপাশের লোকজনদের জানাই। এতে পুরো এলাকায় ছড়িয়ে পড়ে।
জানা যায়, মাংসে আল্লাহ লেখা একনজর দেখতে উৎসুক নারী পুরুষ ওই বাড়িতে ভিড় করতে থাকে। কেউ মোবাইলে ছবি তুলছেন আবার কেউ ধরে দেখতে চাইছেন।
আরপি/ এসএডি-৮
আপনার মূল্যবান মতামত দিন: