রাজশাহী সোমবার, ৪ঠা নভেম্বর ২০২৪, ২০শে কার্তিক ১৪৩১


আপাতত খুলছে না শিক্ষাপ্রতিষ্ঠান


প্রকাশিত:
৩১ মে ২০২০ ২১:১৬

আপডেট:
৪ নভেম্বর ২০২৪ ০১:৪২

ছবি: ভিডিও কনফারেন্সে প্রধানমন্ত্রী শেখ হাসিনা

পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত দেশের কোন শিক্ষা প্রতিষ্ঠান আপাতত খুলছে না। রোববার দুপুরে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশের সময় দেয়া বক্তব্যে  এমনটাই আভাস দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 

প্রধানমন্ত্রী বলেন, ‘করোনাভাইরাসের কারণে দেশে পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠান খোলা হবে না। শিক্ষার্থীরা যাতে করোনাভাইরাসে আক্রান্ত না হয় সে জন্য এখনই শিক্ষা প্রতিষ্ঠানগুলো খোলা হবে না।’

শেখ হাসিনা বলেন, করোনাভাইরাসে যেন শিক্ষার্থীরা আক্রান্ত না হয় সেজন্য এমন সিন্ধান্ত। কারণ শিক্ষার্থীরা আমাদের ভবিষ্যৎ। ভবিষ্যৎ তো আমি ঝুঁকিতে ফেলতে পারি না। সেই কারণে আমরা শিক্ষা প্রতিষ্ঠানগুলো উন্মুক্ত করব না। দেশের পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠান খোলা হবে না।

লেখাপড়া করে নিজেদের তৈরি করতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে আমাদের শিক্ষার্থীদের লেখাপড়া শিখে মানুষের মতো মানুষ হয়ে বাংলাদেশকে বিশ্ব দরবারে মর্যাদার আসনে অধিষ্ঠিত করবে। সেটাই আমি চাই।’

তিনি বলেন, আত্মবিশ্বাসই সবচেয়ে বড় বিষয়। পরিস্থিতি যেমনই হোক না কেন আমাদেরকে তার মুখোমুখি হতে হবে।

লকডাউন শিথিল করার বিষয়ে প্রধানমন্ত্রী বলেন, সবকিছু দীর্ঘ সময়ের জন্য বন্ধ ছিল। অন্যান্য দেশ পর্যায়ক্রমে তাদের অর্থনীতির চাকা খুলছে। জনগণের কল্যাণে সরকারের বিভিন্ন প্রণোদনা প্যাকেজ এবং খাদ্য ও আর্থিক সহায়তার বিবরণ তুলে ধরেন তিনি

এ সময় গণভবন প্রান্তে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর মূখ্য সচিব ড. আহমদ কায়কাউস, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব মো. তোফাজ্জল হোসেন মিয়া। অনুষ্ঠান সঞ্চালনা করেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মো. মাহবুব হোসেন।

 

আরপি/আআ



আপনার মূল্যবান মতামত দিন:

Top