রাজশাহী মঙ্গলবার, ১১ই মার্চ ২০২৫, ২৮শে ফাল্গুন ১৪৩১


এদেশে স্বাস্থ্যসেবায় সম্ভাবনার নতুন নাম মেডিসলভ কর্পোরেশন


প্রকাশিত:
৮ মার্চ ২০২৫ ১৪:৪২

আপডেট:
১১ মার্চ ২০২৫ ০৮:০৮

রাজশাহী পোস্ট

স্বাস্থ্যসেবা এ যেন এক বিশাল সমুদ্র! যেখানে একদিকে আধুনিক প্রযুক্তির ঢেউ, অন্যদিকে সঠিক ব্যবস্থাপনার জাহাজ। আর এই বিশাল সমুদ্রে নাবিক হয়ে এগিয়ে চলেছে মেডিসলভ কর্পোরেশন, হাতে স্বাস্থ্যসেবার উন্নতির পতাকা আর হাসপাতালের জন্য একরাশ সম্ভাবনার আলো!

২০২৪ সালের ডিসেম্বরের এক শীতল সকালে জন্ম নেয় মেডিসলভ কর্পোরেশন। এর প্রধান উদ্দেশ্য হলো সততার সঙ্গে বাংলাদেশের সকল হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারের জন্য মেডিকেল ইকুইপমেন্ট, মেডিকেল সফটওয়্যার এবং কনসালটেন্সি সেবা প্রদান করা। সবকিছু এক ছাদের নিচে এনে মেডিসলভ কর্পোরেশন হয়ে উঠেছে হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারের জন্য এক নির্ভরযোগ্য নাম।

বাজারে নানা রকমের মেডিকেল ইকুইপমেন্ট পাওয়া যায়, কিন্তু সবই কি আসল? সবই কি মানসম্মত? এখানেই আসে মেডিসলভ কর্পোরেশন-এর বিশেষত্ব।

কক্সবাজারের আলিফ মেডিকেল সেন্টারের চেয়ারম্যান ডা ফারজানা রশিদ আনন্দের সহিত জানান, আমার হাসপাতালের জন্য মেডিকেল ইকুইপমেন্ট এবং সফটওয়্যার খুঁজতে গিয়ে দ্বিধান্বিত ছিলাম। পরিশেষে, মেডিসলভ কর্পোরেশন-এর ইকুইপমেন্ট, সফটওয়্যার এবং পরামর্শ আমার কাছে সম্পূর্ণ নির্ভরযোগ্য মনে হয়েছে।"

মেডিসলভ কর্পোরেশন-এর ব্যবস্থাপনা পরিচালক সালেহ আকরাম বলেন—"আমাদের লক্ষ্য হলো সততা ও গুণগত মান বজায় রেখে পুরো বাংলাদেশে বিশ্বমানের মেডিকেল ইকুইপমেন্ট এবং সফটওয়্যার সরবরাহ করা। ইতিমধ্যে, দেশের অনেক হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার আমাদের সেবা গ্রহণ করেছে এবং সন্তুষ্টি প্রকাশ করেছে।"

তিনি আরো জানান, "আমাদের লক্ষ্য শুধু ইকুইপমেন্ট ও প্রযুক্তি সরবরাহ করাই নয়, বরং হাসপাতালের জন্য একটি নিরাপদ ও আধুনিক ব্যবসার পরিবেশ তৈরি করা। আমরা চাই, প্রতিটি হাসপাতাল ও ডায়াগনস্টিক ডিজিটাল প্ল্যাটফর্মে রূপান্তরিত হোক এবং প্রতিযোগিতামূলক বাজারে নিজেদের অবস্থান শক্তিশালী করুক।"

সফল ব্যবসার জন্য মেডিসলভ কর্পোরেশন-এর রয়েছে প্রযুক্তির সঠিক ব্যবহার ও দক্ষ ব্যবস্থাপনা। একটি সফল প্রতিষ্ঠানের পেছনে থাকে সঠিক পরিকল্পনা, আধুনিক প্রযুক্তি ও অভিজ্ঞ টিম।
সততা, উদ্ভাবন, নির্ভরযোগ্যতা এবং সর্বোচ্চ নিরাপত্তার প্রতিশ্রুতি নিয়ে মেডিসলভ কর্পোরেশন এগিয়ে চলেছে সাফল্যের পথে। যদি কেউ চায় তার হাসপাতাল বা ডায়াগনস্টিক প্রযুক্তিগতভাবে আরও আধুনিক ও সফল হোক, তাহলে মেডিসলভ কর্পোরেশনই হতে পারে সঠিক পথপ্রদর্শক!

 

 

আরপি/আআ



আপনার মূল্যবান মতামত দিন:

Top