রাজশাহী শুক্রবার, ৬ই ডিসেম্বর ২০২৪, ২৩শে অগ্রহায়ণ ১৪৩১


আবু সিয়ামের কবিতা ‘জীবনযুদ্ধ’


প্রকাশিত:
২৫ মার্চ ২০২৪ ২৩:২৭

আপডেট:
২৬ মার্চ ২০২৪ ১৮:৫৭

ফাইল ছবি

জীবনযুদ্ধ
আবু সিয়াম

জন্ম নিলাম শূন্য হাতে
দিন যায় দায়িত্বের বোঝা কাঁধে।

আমার আমার করে সারাবেলা
দিনশেষে আমি একেলা।

জীবনটা মিথ্যা মোহয় বাঁধা
কার জন্য এত মায়া।

যার জন্য এত কিছু
সেই দিবে ধোঁকা,
জীবনের মোহ কাটিয়ে উঠতে
বয়সটা সারা।

দুনিয়ার জীবনে কত-ই না যুদ্ধ
দিনশেষে আমি স্তব্ধ।

বাঁচিবার তরে সত্বর বছর
কতই না বাহাদুরি,
দুনিয়ার জীবন স্বপ্নের মতো
বুঝবে একদিন চোঁখ
বুঝবে যেদিন।

দুনিয়ার নিয়ম-নীতি বোঝা বড় দায়
আজকের বাদশা কালকে ফকির।

তোমার বাড়ির কামলা আজ গেরস্ত
তার কামলা তুমি!
নিজ গুণে পতন, নিজ গুণে রতন।

এমন একদিন আসবে,বংশ
বংশ-মর্যাদা থাকবে না।
সবাই নিজেকে রাজা মনে করবে
কেউ হবে না নত!

উঁচু-নিঁচু সবাই সমান
সবার রক্ত গরম।

শিক্ষিত সমাজ আর চাষা-গোঁজার
মধ্যে থাকবে না কোন পার্থক্য,
চাষাগোঁজা হবে মাতাব্বর
আজকের মাতাব্বর কালকে চুপ।

সবাই সবাইকে হিংসা করবে
কে কার উপরে যাবে,
এ লড়াই চলতে থাকবে।

আজকের লড়াই,মারামারি,হানাহানি
মেয়ে মানুষ ছাড়া হয়না,
কেচ কাচারি।

শেষ হবেনা ক্ষুব্ধ,
চলতে থাকবে যুদ্ধ।

দুদিনের দুনিয়ায় লড়াই করে
বেঁচে থাকার নাম জীবনযুদ্ধ।

 

 

 

আরপি/এসআর


বিষয়: কবিতা


আপনার মূল্যবান মতামত দিন:

Top