রাজশাহী রবিবার, ৫ই মে ২০২৪, ২৩শে বৈশাখ ১৪৩১


২৪ অক্টোবর: ইতিহাসের এই দিনে


প্রকাশিত:
২৪ অক্টোবর ২০২৩ ০০:০৫

আপডেট:
৫ মে ২০২৪ ১৬:৩৬

প্রতীকী ছবি

আজ ২৪ অক্টোবর ২০২৩, মঙ্গলবার, ০৮ কার্তিক ১৪৩০ বঙ্গাব্দ। আজকের দিনটি সময়ের হিসাবে অতি অল্প সময়। আবার একটি ঘটনার জন্য যথেষ্ট সময়। ইতিহাস ঘেঁটে দেখা যায় বছরের প্রতিটি দিনেই ঘটেছে নানা উল্লেখযোগ্য ঘটনা। অনেকের আজ জন্মবার্ষিকী আবার কেউ মৃত্যুবরণ করেছিলেন এই দিনেই। চলুন এক নজরে দেখে নেয়া যাক আজকের দিনের ঘটে যাওয়া উল্লেখযোগ্য কিছু বিষয়-

ঘটনাবলি:
১৬০৫- মুঘল সম্রাট জাহাঙ্গীর আগ্রার সিংহাসনে আরোহণ করেন।
১৬৪৮- ত্রিশ বছর যুদ্ধের পর ওয়েস্ট ফেলিয়ার শান্তি চুক্তি স্বাক্ষরিত হয়।
১৯৪৫- জাতিসংঘের যাত্রা শুরু।
১৯৮৪ - ভারতে প্রথম চালু হয় কলকাতা মেট্রো।
১৯৯৮- ঢাকায় মিনি বিশ্বকাপ ক্রিকেট অনুষ্ঠিত হয়।
২০১৯- ফেনীর সোনাগাজীতে আলোচিত নুসরাত হত্যা মামলায় ১৬ জন আসামীর সবাইকে মৃত্যুদণ্ড দেওয়া হয়।

আরও পড়ুন: স্মার্টফোনের ব্যাটারি ক্ষয়ের কারণ যেসব অ্যাপ

জন্ম:
১৭৭৫- মুঘল সাম্রাজ্যের শেষ সম্রাট বাহাদুর শাহ জাফর।
১৮৯০- ভারতীয় বাঙালি পদার্থবিজ্ঞানী শিশির কুমার মিত্র।
১৯০৩- বাঙালি অভিনেতা, পরিচালক, নাট্যকার প্রমথেশ বড়ুয়া।
১৯৩৯- বাংলাদেশি আলোকচিত্রী রশীদ তালুকদার।
বিভূতিভূষণ মুখোপাধ্যায়ের জন্ম
বাংলা সাহিত্যে জনপ্রিয় ঔপন্যাসিক ও ছোট গল্পকার। রসরচনায়ও রয়েছে তার অসামান্য দক্ষতা। তিনি অনেক কৌতুক ও রঙ্গরসের গল্পও লিখেছেন। ১৮৯৪ সালের ২৪ অক্টোবর বিহারের দ্বারভাঙ্গা জেলার পান্ডুল গ্রামে জন্ম। তার কর্মক্ষত্র ছিল বৈচিত্রময়। কর্মজীবনের প্রথম দিকে তিনি ইন্ডিয়ান নেশন পত্রিকার কার্যাধ্যক্ষ ছিলেন। পরে বিহারের দ্বারভাঙ্গায় মহারাজের সচিব হিসেবেও কাজ করেন। এরপর কিছুদিন শিক্ষকতাও করেছেন। শিক্ষকতার পাশাপাশি লেখালেখি করেছেন। তার জনপ্রিয় উপন্যাস হলো নীলাঙ্গুরিয়। এছাড়াও তার উল্লেখযোগ্য রচনাগুলো হলো- বরযাত্রী, রানু সিরিজের গল্প গুলি, সর্গাদপিগরীয়সী, দুয়ার হতে অদূরে, কুশীপ্রাঙ্গনের চিঠি, একই পথের দুই প্রান্ত্রে, অযাত্রার জয়যাত্রা,পনুর চিঠি, কৈলাশের পাঠরানী। বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে সম্মানসূচক ডি. লিট উপাধিসহ পেয়েছেন আনন্দ পুরস্কার, শরৎস্মৃতি পুরস্কার, রবীন্দ্র পুরস্কার।

মৃত্যু:
১৯৫০- চিকিৎসাবিজ্ঞানী কুমুদশঙ্কর রায়।
১৯৫০- রাজনীতিবিদ, সাংবাদিক ও লেখক মাওলানা মনিরুজ্জামান ইসলামাবাদী।
১৯৭৭- পাকিস্তানের জাতীয় পরিষদের সাবেক সদস্য হাতেম আলী খান।
২০১৩- ভারতের সংগীতশিল্পী মান্না দে।
২০১৭- ভারতীয় শাস্ত্রীয় সংগীতশিল্পী গিরিজা দেবী।

দিবস:
জাতিসংঘ দিবস।
আন্তর্জাতিক পোলিও দিবস।

 

 

আরপি/এসআর



আপনার মূল্যবান মতামত দিন:

Top