রাজশাহী বৃহঃস্পতিবার, ২রা মে ২০২৪, ১৯শে বৈশাখ ১৪৩১


১৮ অক্টোবর: ইতিহাসের এই দিনে


প্রকাশিত:
১৮ অক্টোবর ২০২৩ ০০:৩৮

আপডেট:
২ মে ২০২৪ ০৪:৫০

ফাইল ছবি

আজ ১৮ অক্টোবর ২০২৩, বুধবার। ইতিহাসের এই দিনে বিভিন্ন ঘটনা-দুর্ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুরসহ নানা ঘটনা ঘটে গেছে।

ঘটনাবলি :
১৭৪৮ : গ্রেট ব্রিটেন, স্পেন ও সার্ডিনিয়ার মধ্যে ‘আইলা শাপেল’ শান্তিচুক্তি সই।
১৯৬৭ : রুশ মহাশূন্যযান ভেনাস-৪ প্রথমবারের মতো শুক্র গ্রহে নিরাপদে অবতরণ করে।
১৯৭১ : পাকিস্তান-ভারত সীমান্ত থেকে উভয়পক্ষের সৈন্য প্রত্যাহারের জন্য মস্কোস্থ মার্কিন রাষ্ট্রদূতের প্রস্তাব।
১৯৭২ : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্বশান্তি পরিষদের সর্বোচ্চ সম্মানসূচক পদক জুলিও কুরি লাভ করেন।
১৯৭৩ : মধ্যপ্রাচ্যে বাংলাদেশ থেকে প্রথমবারের মতো চা ও মেডিকেল টিম প্রেরণ করা হয়।
১৯৭৬ : জিয়ার সামরিক সরকার আওয়ামী লীগকে রাজনীতি করার অযোগ্য বলে ঘোষণা করে।
১৯৮৪ : আফ্রিকা মহাদেশের ৩৪ দেশ সাংঘাতিক খরার শিকার হয় এবং ২৪টি দেশে অনাহার দেখা দেয়। কমপক্ষে এক কোটি লোক গৃহহারা হয়।

আরও পড়ুন: হোয়াটসঅ্যাপে ছবি অটো ডাউনলোড বন্ধ করবেন কিভাবে?

জন্ম :
১৭৮৫ : ইংরেজি ঔপন্যাসিক, কবি এবং ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্মকর্তা টমাস লাভ পিকক।
১৮০৪ : শ্যামদেশের (থাইল্যান্ডের) চক্রী রাজবংশের চতুর্থ রাজা রাজা মংকুট।
১৮৫৯ : ফরাসি দার্শনিক অঁরি-লুই বর্গসাঁ।
১৯২৫ : বাঙালি মহীয়সী নারী এবং সংগ্রামী কৃষক নেত্রী ইলা মিত্র।
১৯৬৪ : বঙ্গবন্ধুর কনিষ্ঠপুত্র ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট ভাই শেখ রাসেল।
১৯৬৫ : ইসলামি পণ্ডিত ও গবেষক জাকির নায়েক।

মৃত্যু :
১৯১৪ : কবি আজিজুর রহমান।
১৯২৩ : কথাসাহিত্যিক মোহাম্মদ নজিবুর রহমান।
১৯৩১ : বিদ্যুতের আবিষ্কারক মার্কিন বিজ্ঞানী টমাস আলভা এডিসন।
১৯৯৩ : শহীদ ডা. মিজানুর রহমান ও মো. বোরহান উদ্দিন।
২০০৪ : প্রখ্যাত বাঙালি ভ্রমণ সাহিত্যিক শঙ্কু মহারাজ।
২০১৮ : ব্যান্ড তারকা আইয়ুব বাচ্চু।

দিবস :
শেখ রাসেল দিবস

 

 

আরপি/এসআর-০২



আপনার মূল্যবান মতামত দিন:

Top