১৮ ডিসেম্বর: ইতিহাসের এই দিনে
-2021-12-18-14-54-39.jpg)
আজ ১৮ ডিসেম্বর ২০২১, শনিবার, ০৩ পৌষ ১৪২৮ বঙ্গাব্দ। আজকের দিনটি সময়ের হিসাবে অতি অল্প সময়। আবার একটি ঘটনার জন্য যথেষ্ট সময়। ইতিহাস ঘেঁটে দেখা যায় বছরের প্রতিটি দিনেই ঘটেছে নানা উল্লেখযোগ্য ঘটনা। অনেকের আজ জন্মবার্ষিকী আবার কেউ মৃত্যুবরণ করেছিলেন এই দিনেই। চলুন এক নজরে দেখে নেয়া যাক আজকের দিনের ঘটে যাওয়া উল্লেখযোগ্য কিছু বিষয়-
ঘটনাবলি:
১৩৯৮- তৈমুর লঙ দিল্লির সুলতান মুহম্মদ তুঘলকের কাছ থেকে দিল্লি দখল করে নেন।
১৮৬৫ - মার্কিন যুক্তরাষ্ট্রের দাসপ্রথার বিলোপ সাধন করা হয়।
১৯১২ - মার্কিন কংগ্রেস সেদেশে অশিক্ষিত অভিবাসীর প্রবেশ নিষিদ্ধ করে।
১৯৬৯ - ব্রিটেনে খুনের জন্য মৃত্যুদণ্ডের বিধান রহিত করা হয়।
১৯৭১ - সদ্য স্বাধীন বাংলাদেশে অস্থায়ী সরকারের মন্ত্রিসভার প্রথম বৈঠক ঢাকায় অনুষ্ঠিত।
১৯৯৯ - স্বাধীন বাংলাদেশে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রথম সমাবর্তন।
জন্ম:
১৮৭০ - সাকি, ইংরেজি ভাষার ছোট গল্পকার।
১৯৩০ - সাহিত্যিক-সাংবাদিক শহীদ সাবের।
১৯৪৬ - স্টিভেন অ্যালান স্পিলবার্গ, মার্কিন চলচ্চিত্র নির্দেশক।
১৯৬১ - লালচাঁদ রাজপুত, ভারতীয় ক্রিকেটার।
১৯৮৯ - আল্লামা ইকবাল অনিক, বাংলাদেশি সাংবাদিক।
মৃত্যু:
১৯৬২ - পদার্থ বিদ্যায় নোবেলজয়ী ডেনিশ বিজ্ঞানী নিলস বোর।
১৯৭৩ - কমরেড মুজফ্ফর আহমদ, ভারতের কমিউনিস্ট পার্টির নেতা।
২০০৪ - বিজয় হাজারে, ভারতীয় ক্রিকেটার।
দিবস:
আন্তর্জাতিক অভিবাসী দিবস - জাতিসংঘের উদ্যোগে বিশ্বের বিভিন্ন দেশে পালিত দিবস।
আরপি/এসআর-০৩
আপনার মূল্যবান মতামত দিন: